» » শব্দ পরিচিতি

বর্ণাকার

তকবির — ‘আল্লাহু আকবর’ ধ্বনি। [আ.]

তক্কাতক্কি — তর্কাতর্কি। বি

তন — হইতে : থেকে। অব্য.

তয় — তাহা হইলে : তাহলে, তবে। অব্য.

তলক — কড়া, ঝাঁঝালো। বিণ. [ফা. তল্‌খ]

তসবি — মুসলমানি জপমালা। বি [আ. তস্‌বীহ]

তাম্‌শা — তামাশা, মজা। বি [আ. তমাশা]

তামুক — তামাক।

তারিফ — প্রশংসা। বি [আ. তা’রিফ]

তালিম — শিক্ষা, প্রশিক্ষণ। বি [আ. তাআলীম]

তিরখণ্ড — ত্রিখণ্ড, তিনখণ্ড।

তিরতিরে — সামান্য, অল্প। বিণ

তেড়েংবেড়েং — তেড়িবেড়ি, টালবাহানা।

তেলামাখি — তেল মাখানো (অন্যের শরীরে); হীনভাবে খোশামোদ।

তোতাশলা ও মুইন্যাশলা — হালের উপর দিকে মুইন্যাশলা ও তার নিচে উল্টো দিকে তোতাশলা থাকে। এ দুই কাঠের শলা ধরে হালে গুড়ি মারা হয়। বি

তোলা — হাট-বাজারের মালিক বা জমিদারের তরফ থেকে বিনামূল্যে গৃহীত পণ্যের অংশ। বি

তৌজি — বিশেষ এলাকার প্রজাগণের নাম এবং তাদের জমি ও খাজনার পরিমাণের সরকারি তালিকা। বি [আ]

ত্বরাত্বরি — তাড়াতাড়ি। ক্রিবিণ, [সং ত্বর + ত্বরিত]

ত্বরাহুড়া — তাড়াহুড়া। বি

থইলদার — চোরাই মাল যে গচ্ছিত রাখে। বি

থিকি — হইতে : থেকে। অব্য

থুইয়া — রাখিয়া : রেখে। ক্রি

দলামুচড়ি — মোচড়ের ফলে পিণ্ডাকার। ক্রিবিণ

দাঁত-কপাটি — দাঁতে দাঁতে লাগা অবস্থা। বি

দাউন — এক ডোরে বা রশিতে পরপর বাঁধা অনেক বড়শি। বি

দিছে — দিয়াছে : দিয়েছে। ক্রি

দিমু — দিব : দেব। ক্রি

দিঘে-পাশে — দৈর্ঘ্যে-প্রস্থে। ক্রিবিণ

দুইডা, দুইট্টা — দুইটা : দুটো। বিণ

দুইন্যায় — দুনিয়ায়, পৃথিবীতে। বি

দুদু — বাপের ছোটভাই, খুড়ো, চাচা। বি

দুফর — দ্বিপ্রহর : দুপুর। বি

দেইখ্যা — দে গিয়ে। ক্রি

দেশকুলের মেয়ে — দেশের (চর নয় এমন স্থানের) বংশীয় ঘরের মেয়ে।

দেহি — দেখি। ক্রি

দোয়াইর — মাছ ধরবার বাঁশের শলা দিয়ে তৈরি ফাঁদ। বি

দ্যাখছনি — দেখিয়াছ নাকি? : দেখেছ নাকি? ক্রি

দ্যাহাইয়া — দেখাইয়া : দেখিয়ে। ক্রি

ধলপ্রহর — সূর্যোদয়ের আগে যখন আকাশ ধলা (সাদা, ফরসা) হয়ে ওঠে। বি [সং ধবল+প্রহর]

ধুইন্যা — ধুনিয়া : ধুনে, ভর্ৎসনা করে তুলোর মত ছিন্নভিন্ন করে। ক্রি

ধোয়া-পাখলা — মেজে-ধুয়ে পরিষ্কার করা। [ধোয়া + সং প্রক্ষালন]

নওল — নবীন [ব্রজবুলি, যেমন নওল কিশোর— নব কিশোর, কৃষ্ণ]

নসিহত — সংশোধনের জন্য উপদেশ ও ভর্ৎসনা। [আ.]

নাইয়র — শ্বশুরবাড়ি থেকে আরাম ভোগ করতে বাপের বাড়ি অল্পকালের জন্য গমন। [হি নইহর]

নাইম্যা — নামিয়া : নেমে। ক্রি

নাদান — অবোধ, অবিবেচক। বি বিণ [ফা.]

না-মরদ — কাপুরুষ। বি

নিকা — বিধবা বিবাহ অথবা তালাক দেয়া স্ত্রীলোকের সাথে বিবাহ। বি [আ. নিকাহ্‌—বিবাহ]

পইড়্যা — পড়িয়া : পড়ে। ক্রি

পক্ষীর গুঁড়া — পাখির বাচ্চা, বাচ্চা পাখি।

পয়দা — জন্ম। বি [ফা]

পয়স্তি — নদীতে ভেঙে যাওয়া জমির স্থানে আবার চর পড়া। বি [ফা পয়বস্ত, বি. বিপ. শিকস্তি]

পরামিশ — পরামর্শ। বি

পাইজ্যামি — পাজিপনা, হীনকাজ। বি

পাইন — লোহার অস্ত্রাদির ধার ওঠাবার জন্য ঝালাই।

পাও — পা। বি

পাছড়া-পাছড়ি — জাপটে ধরে পরস্পরকে কাবু করার চেষ্টা, ধস্তাধস্তি। বি

পাট্টি — বিপক্ষ পাট্টির (দলের) সবাইকে মেরে জয়লাভ; লোনা; হা-ডু-ডু খেলায় বিপক্ষ দলের সবাইকে ধরে বা ছুঁয়ে মারতে পারলে এক পাট্টি হয়। [ইং party]

পাডাতন — পাটাতন, মাছা। বি

পাড়াগাড়া — খোঁটা পুঁতে নৌকা বাঁধা। ক্রি

পাড়াইয়া চড়াইয়া — মাড়াইয়া-চটকাইয়া : মাড়িয়ে-চটকিয়ে। ক্রি

পাতনা — চর ভাঙ্গার পর বা কোনো কারণে ঘর-দরজা নিয়ে অন্যত্র গিয়ে কিছুকালের জন্য খুঁটিহীন চালের নিচে অবস্থান। (কেহ যায়রে হাঁসের কাঁদি, কেহ খিলগাঁয়, কেহ কেহ পাটনা দিয়ে বসে দিন কাটায়।— জয়চন্দ্র ভট্ট)

পাতালি — আড়াআড়ি। ক্রিবিণ

পানিয়াল — পানিযুক্ত, জলীয় বাষ্পযুক্ত। বিণ

পারন — বাঁশের শলা দিয়ে তৈরি বড় মাছ ধরার ফাঁদ।

পারমু — পারিব : পারব। ক্রি

পা’লি — পাইলি : পেলি। ক্রি

পিড়া — মাটির মেঝের যে অংশ বেড়ার বাইরে ঘরের চারদিকে জুড়ে থাকে। বি

পুত্রা — ছেলের শালা-সম্বন্ধী বা মেয়ের দেবর-ভাশুর। বি

পুনুপুনু — অস্তে অস্তে। ক্রিবিণ

পুলকি-মাতব্বর — অল্পবয়স্ক মাতব্বর।

পূন্‌নিমা — পূর্ণিমা। বি

পেডি — পেটি, মাছের পেটের অংশ। বি

পোয়াত্যা তারা — প্রভাতী তারা, শুকতারা, শুক্রগ্রহ। বি

পোস্তা — সিমেন্ট দিয়ে বাঁধানো। [ফা. পুশতাহ্]

প্যাট — পেট। বি

প্যাডের ঝুলি — পেটের নাড়িভূঁড়ি। বি

ফতে — বিজয়। বি; সিদ্ধ, হাসিল। বিণ [ফা. ফতহ্]

ফরজ গোছল — সহবাসের পর অবশ্যকরণীয় স্নান।

ফাইট্যা — ফাটিয়া : ফেটে। ক্রি

ফালাইয়া — ফেলিয়া : ফেলে। বি

ফিরা আওড় — উল্টো দিকে গতিশীল আবর্ত।

ফির‍্যা — ফিরিয়া : ফিরে। ক্রি

ফুক্কা — ফাঁকা, শূন্য। ক্রি

ফেরেববাজ — প্রবঞ্চক, দাগাবাজ। বিণ [ফা. ফরেব — ধোকা, প্রবঞ্চনা]

ফ্যাজাগোজা — হাবজা-গোবজা, হাবড়-জাবড়; রসকষহীন আবর্জনা। বি

বইচনা — বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ।

বইস্যা — বসিয়া : বসে। ক্রি

বউকনা — মাটির পাত্রবিশেষ। বি

বচ্ছর — বৎসর : বছর। বি

বন্দ — পরিমাণ ( তিরিশের বন্দ ঘর — ১৮ হাত লম্বা এবং ১২ হাত চওড়া ঘর) বি [ফা. বন্‌দ]

বয়সউমরে — বয়সকালে।

বরই কাঁটা — কুল-কাঁটা। [সং বদরী, হি. বইর]

বাইছা — মাঝি। বি [বাইচ + আ, (প্র)]

বাইজ্যা — বাঁধিয়া : বেঁধে; আটকাইয়া : আটকে। ক্রি

বাইতা বাইতা — বমি বমি ভাব। ক্রিবিণ [বাইত (সং বান্তি = বমি)]

বাইয়া — গড়াইয়া : গড়িয়ে। ক্রি

বাঁইয়া পা — বাম পা।

বাইল্যা — বাবুই পাখি। বি

বাইল্যা মাছ — বেলে মাছ। বি

বাও — বাতাস। বি [সং বায়ু]

বাইন্দা — বাঁধিয়া : বেঁধে। ক্রি

বাঁ’ইচ্যা — বাঁচিয়া : বেঁচে। ক্রি

বাগাড় — সম্বরা, ফোড়ন। বি [সং সম্ভার]

বা’জান — বাবাজান, শ্রদ্ধেয় পিতা। বি

বাট্টি — বাটি, পেয়ালা। বি

বানা — বাঁশের শলা রশি দিয়ে বুনিয়ে যে বেড়া তৈরি করা হয়; চালি। বি

বারহায় বারহায় — বারম্বার, বারবার। অব্য. [ফা. বারহা — অনেক বার]

বারালি — কলাগাছের কাণ্ডের মধ্যেকার সাদা অংশ। বি

বালিগচা — কাঠ বা সুপারির গাছের বাখারি যার ওপর বালি রেখে দা, ছুরি ইত্যাদি ধারানো হয়। বি [বালি + গাছ + আ (প্র.)]

বাহারিয়া — সুন্দর, ভালো। বিণ. [ফা. বাহার]

বিচরাইছি — খুঁজিয়াছি : খুঁজেছি। ক্রি [সং বিচরণ — অন্বেষণ]

বিয়ানে — ভোরে, প্রভাতে। বি [সং বিভাত]

বিয়ালে — বিকালে, বিকেল বেলায়। বি

বু’ — বুবু, বোন। বি [হি. বুবু]

বুইজ্যা — বুজিয়া : বুজে, বন্ধ করে। ক্রি

বেইচ্যা – বেচিয়া : বেচে। বিণ.

বেউঁশ—বেহুঁশ, মূর্ছিত। বিণ.

বেবাক — সমস্ত সমুদয়। বিণ. [ফা. বে+আ. বাকী]

বেবুঝ — যার বুঝবার শক্তি নেই। বিণ.

বেরুয়া — যে বাঁশের দণ্ড কাঁধে ঠেকিয়ে গুন টানা হয়। বি

বেলকুঁড়ি কাঁটা – বেলফুলের কুঁড়ির মতো পুঁতি বসানো খোঁপার কাঁটা।

বৈডক – বৈঠক, সভা, অধিবেশন। বি. [হি বৈঠক]

বৈডা — বৈঠা। বি

বৌকা — মাছ রাখার পাত্র। বি

বোকাট্টা — প্রতিদ্বন্দ্বীর ঘুড্‌ডি কেটে দেয়ার সাফল্যে জয়ধ্বনি বা আনন্দধ্বনি। অব্য.

বোলাইয়া — ডাকিয়া : ডেকে। ক্রি [বুলানো তু. বুলানা হি]