এডুলিচার পরিচালিত এই সাইটটি নির্মাণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতার প্রয়োজন হয়েছে। বিশেষ করে গ্রন্থ সংগ্রহ, স্ক্যানিং, ইমেজ ও পিডিএফ তৈরি, ওসিআর ও শুদ্ধিপাঠ ইত্যাদি কাজে অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা পেয়েছি। তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কিছু অনলাইন সোর্স থেকেও আমরা পিডিএফ ও টেক্স সংগ্রহ করেছি, তাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সর্বাগ্রে বলে রাখা দরকার, এই ওয়েবসাইট কোন বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত নয়। পাঠক পড়বেন এটাই আমাদের উদ্দেশ্য। আমরা চেষ্টা করছি, যাতে দুর্লভ গ্রন্থাদি পাঠকের জন্য সহজলভ্য করে তুলতে পারি। প্রকাশনার ক্ষেত্রে আমরা বিশেষ কিছু নীতির অনুসরণ করেছি। এই সকল নীতির আলোচনা করা প্রয়োজন।
- প্রথমত, আমরা মেধাস্বত্ব (Copyright) উত্তীর্ণ পাবলিক ডোমেইন (উন্মুক্ত) গ্রন্থগুলোকে প্রকাশ করব।
- দ্বিতীয়ত, আমরা এমন কিছু গ্রন্থ প্রকাশ করব, যেগুলো পাবলিক ডোমেইন বা মেধাস্বত্ব উন্মুক্ত নয়, কিন্তু বর্তমানে আর ছাপা হচ্ছে না।
- তৃতীয়ত, পাঠকের চাহিদা বিবেচনা করে, সংশ্লিষ্ট লেখক বা প্রকাশক বা স্বত্বাধিকারীর লিখিত অনুমতি সাপেক্ষে নূতন প্রকাশিত বা মেধাস্বত্ব উন্মুক্ত নয় এমন কিছু বই আমরা প্রকাশ করছি।
- অনুমতি বিহীন, স্বত্বাধিকারভূক্ত গ্রন্থাদি প্রকাশ বিষয়ে সংশ্লিষ্ট লেখক বা প্রকাশক বা স্বত্বাধিকারী কোন অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক সেই গ্রন্থটি সরিয়ে নিতে প্রতিশ্রুতি বদ্ধ।
- স্বত্বাধিকারীর অনুমতি সাপেক্ষে আমরা এমন কিছু প্রকাশ করব, যেগুলো পাঠক নির্ধারিত মূল্যের বিনিময়ে কিনে পড়তে পারবেন।
একজন লেখক অনেক কষ্ট করে, অনেক সময় ও পুঁজি বিনিয়োগ করে একটি গ্রন্থ লিখে থাকেন। একজন প্রকাশক গ্রন্থটি প্রকাশনায় পুঁজি বিনিয়োগ করেন। লেখক ও প্রকাশক উভয়েরই টিকে থাকার জন্য, আরও নূতন গ্রন্থাদি লেখা ও প্রকাশনা অব্যাহত রাখার জন্য লাভের প্রয়োজন আছে। কথাগুলো ভুতের মুখে রাম নামের মত শোনালেও আমরা আশা করি, পাঠক লেখক ও প্রকাশকের কথা বিবেচনা করে মুদ্রিত বই ক্রয় করবেন। — সকলের জন্য শুভকামনা।