সঞ্চিতা
কাজী নজরুল ইসলাম রচিত নির্বাচিত গান ও কবিতার সঙ্কলন ‘সঞ্চিতা’ প্রথম প্রকাশিত হয় আশ্বিন ১৩৩৫ বঙ্গাব্দ মুতাবিক অক্টোবর ১৯২৮ খৃষ্টাব্দে। নজরুলের কাব্য-সাহিত্যের প্রতিনিধিত্বমূলক এই কাব্য সঙ্কলনটি বিশেষ সমাদৃত। বহুল পরিচিত ও প্রচলিত এই সঙ্কলনটি অনেক সংস্করণের সৌভাগ্য লাভ করেছিল।
কাজী নজরুল ইসলাম তাঁর ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ প্রকাশের মাসাধিকাল আগে লিখিত এক পত্রে এই গ্রন্থকে ‘আমার জীবনের সঞ্চিত শ্রেষ্ঠ ফুলগুলি দিয়া রচিত পুষ্পাঞ্জলি’ আখ্যায়িত করেছেন। তিনি উক্ত পত্রে এগ্রন্থের নামকরণ প্রসঙ্গেও লিখেছেন, ‘আমার আজ পর্যন্ত লেখা সমস্ত কবিতা ও গানের সর্বাপেক্ষা ভাল যেগুলি—সেইগুলি চয়ন করিয়া একখানা বই ছাপাইতেছি ‘সঞ্চিতা’ নাম দিয়া’।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ গ্রন্থের দুটি সংস্করণ প্রায় একই সময়ে মাত্র বারো দিনের ব্যবধানে প্রকাশিত হয়। বেঙ্গল লাইব্রেরির তালিকানুযায়ী বর্মণ পাবলিশিং হাউস ‘সঞ্চিতা’ প্রকাশ করে ২ অক্টোবর ১৯২৮ তারিখে। এর পৃষ্ঠা সংখ্যা ২+১৩০ এবং মূল্য ছিল দেড় টাকা। এতে ‘অগ্নি-বীণা’, ‘ঝিঙে ফুল’, ‘সর্বহারা’, ‘ফণি-মনসা’, ‘ছায়ানট’, ‘দোলন-চাঁপা’, ‘সিন্ধু-হিন্দোল’ ও ‘চিত্তনামা’ গ্রন্থ থেকে কবিতা ও গান সঙ্কলিত হয়। ১৪ অক্টোবর ১৯২৮ তারিখে ডি. এম. লাইব্রেরি কর্তৃক প্রকাশিত হয় ‘সঞ্চিতা’র আরেকটি সংস্করণ। এই সংস্করণে পৃষ্ঠা সংখ্যা ছিল ৩+২২৩ এবং মূল্য ছিল আড়াই টাকা। ডি. এম. লাইব্রেরির এই সংস্করণে যে কয়টি গ্রন্থ থেকে কবিতা ও গান সঙ্কলিত হয় সেগুলো হল— ‘অগ্নি-বীণা’, ‘দোলন-চাঁপা’, ‘ছায়ানট’, ‘সর্বহারা’, ‘ফণি-মনসা’, ‘সিন্ধু-হিন্দোল’, ‘চিত্তনামা’, ‘ঝিঙে ফুল’, ‘বুলবুল’, ও ‘জিঞ্জির’। ‘সঞ্চিতা’র এই সংস্করণে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান সন্নিবেশিত হয়েছে।
‘সঞ্চিতা’র ডি. এম. লাইব্রেরি সংস্করণ উৎসর্গ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। উৎসর্গ পত্রে লেখা হয়—
বিশ্বকবিসম্রাট
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
শ্রীশ্রীচরণারবিন্দেষু—
অধুনা বাংলাদেশে ‘সঞ্চিতা’ গ্রন্থের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ঢাকাস্থ ‘কবি নজরুল ইন্সটিটিউট’ এর নতুন সংস্করণ প্রকাশে উদ্যোগী হয়েছে। এতে ডি. এম. লাইব্রেরি প্রকাশিত ‘পঞ্চম সংস্করণে’র পাঠ অনুসরণ করা হয়েছে। এবং ক্ষেত্রে ডি. এম. লাইব্রেবি প্রকাশিত ‘সঞ্চিতা’র সপ্তপঞ্চাশৎ সংস্করণের দ্বিত্ব-বর্জিত সংশোধিত সংস্করণের বানান রক্ষিত হয়েছে।
একই কবিতা ও গান একাধিকবার প্রকাশিত হয় বিবেচনা করে ‘সঞ্চিতা’র এডুলিচার অনলাইন (বর্তমান) সংস্করণে ‘সঞ্চিতা’য় প্রকাশিত কবিতা ও গানগুলোকে পৃথকভাবে প্রকাশ করা হয়নি, বরং গ্রন্থের একটি সূচিপত্র সন্নিবেশিত করা হল যাতে পাঠক মূল গ্রন্থ থেকে কবিতা ও গানগুলো পাঠ করতে পারেন।
সূচিপত্র
- বিদ্রোহী অগ্নিবীণা
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে দোলন-চাঁপা
- পূজারিণী দোলন-চাঁপা
- পথহারা দোলন-চাঁপা
- অবেলার ডাক দোলন-চাঁপা
- অভিশাপ দোলন-চাঁপা
- পিছুডাক দোলন-চাঁপা
- কবি-রাণী দোলন-চাঁপা
- পউষ দোলন-চাঁপা
- বিজয়িনী ছায়ানট
- কমল-কাঁটা ছায়ানট
- চৈতী হাওয়া ছায়ানট
- শায়ক-বেঁধা-পাখি ছায়ানট
- পলাতকা ছায়ানট
- চিরশিশু ছায়ানট
- বিদায়-বেলায় ছায়ানট
- দূরের বন্ধু ছায়ানট
- সন্ধ্যাতারা ছায়ানট
- ব্যথা-নিশীথ ছায়ানট
- আশা ছায়ানট
- আপন-পিয়াসী ছায়ানট
- অ-কেজোর গান ছায়ানট
- কাণ্ডারী হুশিয়ার সর্বহারা
- ছাত্রদলের গান সর্বহারা
- মা-র শ্রীচরণারবিন্দে সর্বহারা
- সর্বহারা সর্বহারা
- সাম্যবাদী সাম্যবাদী
- ঈশ্বর সাম্যবাদী
- মানুষ সাম্যবাদী
- পাপ সাম্যবাদী
- বারাঙ্গানা সাম্যবাদী
- নারী সাম্যবাদী
- কুলি-মজুর সাম্যবাদী
- ফরিয়াদ সাম্যবাদী
- আমার কৈফিয়ত সাম্যবাদী
- গোকুল নাগ সাম্যবাদী
- সব্যসাচী ফণী-মনসা
- দ্বীপান্তরের বন্দিনী ফণী-মনসা
- সত্য-কবি ফণী-মনসা
- সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি ফণী-মনসা
- অন্তর-ন্যাশনাল সঙ্গীত ফণী-মনসা
- সিন্ধু সিন্ধু-হিন্দোল
- গোপন-প্রিয়া সিন্ধু-হিন্দোল
- অ-নামিকা সিন্ধু-হিন্দোল
- বিদায় স্মরণে সিন্ধু-হিন্দোল
- দারিদ্র সিন্ধু-হিন্দোল
- ফাল্গুনী সিন্ধু-হিন্দোল
- বধূ-বরণ সিন্ধু-হিন্দোল
- রাখীবন্ধন সিন্ধু-হিন্দোল
- চাঁদনী-রাতে সিন্ধু-হিন্দোল
- সান্ত্বনা চিত্তনামা
- ইন্দ্র-পতন চিত্তনামা
- রাজ-ভিখারী চিত্তনামা
- ঝিঙে ফুল ঝিঙে ফুল
- খুকী ও কাঠবেরালি ঝিঙে ফুল
- খাঁদু-দাদু ঝিঙে ফুল
- প্রভাতী ঝিঙে ফুল
- লিচু চোর ঝিঙে ফুল
- জাগিলে ‘পারুল’ কি গো বুলবুল
- বাগিচায় বুলবুলি তুই বুলবুল
- আমারে চোখ ইশারায় বুলবুল
- বসিয়া বিজনে কেন একা মনে বুলবুল
- ভুলি কেমনে আজো যে মনে বুলবুল
- কেন কাঁদে পরাণ কী বেদনায়বুলবুল
- মৃদুল বায়ে বকুল ছায়ে বুলবুল
- কে বিদেশী বন উদাসী বুলবুল
- অঘ্রাণের সওগাত জিঞ্জীর
- মিসেস্ এম. রহমান জিঞ্জীর
- ঈদ মোবারক জিঞ্জীর
- আয় বেহেশ্তে কে যাবি আয় জিঞ্জীর
- নওরোজ জিঞ্জীর
- অগ্র-পথিক জিঞ্জীর
- চিরঞ্জীব জগ্লুল জিঞ্জীর
- ভীরু জিঞ্জীর
- বাতায়ন-পাশে গুবাক তরুর সারি চক্রবাক
- পথচারী চক্রবাক
- গানের আড়াল চক্রবাক
- এ মোর অহঙ্কার চক্রবাক
- বর্ষা-বিদায় চক্রবাক
- আমি গাই তারি গান সন্ধ্যা
- জীবন-বন্দনা সন্ধ্যা
- চল্ চল্ চল্ সন্ধ্যা
- যৌবন-জল-তরঙ্গ সন্ধ্যা
- অন্ধ স্বদেশ-দেবতা সন্ধ্যা
- আমার কোন কূলে আজ চোখের চাতক
- মোর ঘুম ঘোরে এলে চোখের চাতক
- কেউ ভোলে না কেউ ভোলে চোখের চাতক
- আমার গহীন জলের নদী চোখের চাতক
- আমার ‘সাম্পান’ যাত্রী চোখের চাতক
- পরজনমে দেখা হবে প্রিয় চোখের চাতক
- প্যাক্ট চন্দ্রবিন্দু
- শ্রীচরণ ভরসা চন্দ্রবিন্দু
- ‘দে গরুর গা ধুইয়ে’ চন্দ্রবিন্দু
- ওমর খৈয়াম গীতি চন্দ্রবিন্দু