» » সঞ্চিতা

বর্ণাকার

সঞ্চিতা

কাজী নজরুল ইসলাম রচিত নির্বাচিত গান ও কবিতার সঙ্কলন ‘সঞ্চিতা’ প্রথম প্রকাশিত হয় আশ্বিন ১৩৩৫ বঙ্গাব্দ মুতাবিক অক্টোবর ১৯২৮ খৃষ্টাব্দে। নজরুলের কাব্য-সাহিত্যের প্রতিনিধিত্বমূলক এই কাব্য সঙ্কলনটি বিশেষ সমাদৃত। বহুল পরিচিত ও প্রচলিত এই সঙ্কলনটি অনেক সংস্করণের সৌভাগ্য লাভ করেছিল।

কাজী নজরুল ইসলাম তাঁর ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ প্রকাশের মাসাধিকাল আগে লিখিত এক পত্রে এই গ্রন্থকে ‘আমার জীবনের সঞ্চিত শ্রেষ্ঠ ফুলগুলি দিয়া রচিত পুষ্পাঞ্জলি’ আখ্যায়িত করেছেন। তিনি উক্ত পত্রে এগ্রন্থের নামকরণ প্রসঙ্গেও লিখেছেন, ‘আমার আজ পর্যন্ত লেখা সমস্ত কবিতা ও গানের সর্বাপেক্ষা ভাল যেগুলি—সেইগুলি চয়ন করিয়া একখানা বই ছাপাইতেছি ‘সঞ্চিতা’ নাম দিয়া’।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ গ্রন্থের দুটি সংস্করণ প্রায় একই সময়ে মাত্র বারো দিনের ব্যবধানে প্রকাশিত হয়। বেঙ্গল লাইব্রেরির তালিকানুযায়ী বর্মণ পাবলিশিং হাউস ‘সঞ্চিতা’ প্রকাশ করে ২ অক্টোবর ১৯২৮ তারিখে। এর পৃষ্ঠা সংখ্যা ২+১৩০ এবং মূল্য ছিল দেড় টাকা। এতে ‘অগ্নি-বীণা’, ‘ঝিঙে ফুল’, ‘সর্বহারা’, ‘ফণি-মনসা’, ‘ছায়ানট’, ‘দোলন-চাঁপা’, ‘সিন্ধু-হিন্দোল’ ও ‘চিত্তনামা’ গ্রন্থ থেকে কবিতা ও গান সঙ্কলিত হয়। ১৪ অক্টোবর ১৯২৮ তারিখে ডি. এম. লাইব্রেরি কর্তৃক প্রকাশিত হয় ‘সঞ্চিতা’র আরেকটি সংস্করণ। এই সংস্করণে পৃষ্ঠা সংখ্যা ছিল ৩+২২৩ এবং মূল্য ছিল আড়াই টাকা। ডি. এম. লাইব্রেরির এই সংস্করণে যে কয়টি গ্রন্থ থেকে কবিতা ও গান সঙ্কলিত হয় সেগুলো হল— ‘অগ্নি-বীণা’, ‘দোলন-চাঁপা’, ‘ছায়ানট’, ‘সর্বহারা’, ‘ফণি-মনসা’, ‘সিন্ধু-হিন্দোল’, ‘চিত্তনামা’, ‘ঝিঙে ফুল’, ‘বুলবুল’, ও ‘জিঞ্জির’। ‘সঞ্চিতা’র এই সংস্করণে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান সন্নিবেশিত হয়েছে।

‘সঞ্চিতা’র ডি. এম. লাইব্রেরি সংস্করণ উৎসর্গ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। উৎসর্গ পত্রে লেখা হয়—

বিশ্বকবিসম্রাট

শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর

শ্রীশ্রীচরণারবিন্দেষু—

অধুনা বাংলাদেশে ‘সঞ্চিতা’ গ্রন্থের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ঢাকাস্থ ‘কবি নজরুল ইন্সটিটিউট’ এর নতুন সংস্করণ প্রকাশে উদ্যোগী হয়েছে। এতে ডি. এম. লাইব্রেরি প্রকাশিত ‘পঞ্চম সংস্করণে’র পাঠ অনুসরণ করা হয়েছে। এবং ক্ষেত্রে ডি. এম. লাইব্রেবি প্রকাশিত ‘সঞ্চিতা’র সপ্তপঞ্চাশৎ সংস্করণের দ্বিত্ব-বর্জিত সংশোধিত সংস্করণের বানান রক্ষিত হয়েছে।

একই কবিতা ও গান একাধিকবার প্রকাশিত হয় বিবেচনা করে ‘সঞ্চিতা’র এডুলিচার অনলাইন (বর্তমান) সংস্করণে ‘সঞ্চিতা’য় প্রকাশিত কবিতা ও গানগুলোকে পৃথকভাবে প্রকাশ করা হয়নি, বরং গ্রন্থের একটি সূচিপত্র সন্নিবেশিত করা হল যাতে পাঠক মূল গ্রন্থ থেকে কবিতা ও গানগুলো পাঠ করতে পারেন।

সূচিপত্র