জিঞ্জির
‘জিঞ্জির’ ১৩৩৫ সালে মুতাবিক ১৯২৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়; প্রকাশক শ্রীগোপালদাস মজুমদার, ডি. এম. লাইব্রেরি, ৬১ কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলিকাতা। মুদ্রাকর শ্রী অমূল্যচন্দ্র ভট্টাচার্য, ভট্টাচার্য প্রিণ্টিং ওয়ার্কস, ২ নিবেদিতা লেন, কলিকাতা। রয়্যাল অক্টোভো আকার, ২ + ৮০ পৃষ্ঠা, মূল্য ১৷৷৹ (দেড় টাকা)।
‘বার্ষিক সওগাত’ ও ‘খালেদ’ ১৩৩৩ সালের প্রথম ‘বার্ষিক সওগাত’ পত্রিকায় বের হয়েছিল। ‘বার্ষিক সওগাত’ কবিতাটির নিচে রচনার স্থান ও তারিখ মুদ্রিত ছিল— কৃষ্ণনগর, ২৫শে অগ্রহায়ণ, ’৩৩। ‘বার্ষিক সওগাত’ ১৩৩৩ মাঘের সওগাতে উদ্ধৃত হয়েছিল।
‘অঘ্রানের সওগাত’ ১৩৩৩ অগ্রহায়ণের ও ‘মিসেস এম. রহমান’ ১৩৩৩ মাঘের সওগাতে প্রকাশিত হয়। ‘মিসেস্ এম. রহমান’-এর পাদটীকায় বলা হয়— ‘গত ২০শে ডিসেম্বর (১৯২৬) সোমবার রাত্রি ১১টা ৪৫ মিনিটের সময় জান্নাতবাসিনী হইয়াছেন।’ মিসেস এম. রহমানের পূর্ণ নাম মুসাম্মাৎ মাসুদা খাতুন; তিনি হুগলি জজকোর্টের উকিল খান বাহাদুর মৌলভি মজহারুল আনোয়ার চৌধুরী সাহেবার জ্যেষ্ঠা কন্যা এবং শ্রীরামপুরের তদানীন্তন সাব-রেজিষ্টার কাজী মাহমুদুর রহমান সাহেবের পত্নী ছিলেন। ‘মা ও মেয়ে’ নামে তাঁর একখানি অসম্পূর্ণ উপন্যাস ১৩২৯ আষাঢ় হতে ‘সহচর’-এ ধারাবাহিকরূপে প্রকাশিত হয়েছিল। তাঁর মৃত্যুর প্রায় ৮ বছর পরে ১৩৩৪ অগ্রহায়ণে তাঁর কন্যা মাহফুজা খাতুন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তাঁর ১০টি প্রবন্ধ সংগ্রহিত করে ‘চানাচুর’ নামে ৮৩ পৃষ্ঠার একটি বই বের করেন।
‘নকিব’ ১৩৩২ মাঘে বরিশালের পাক্ষিক ‘নকীব’ পত্রিকার বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
‘সুবহ্-উন্মেদ’ ১৩৩১ পৌষের ‘সাম্যবাদী’তে প্রকাশিত হয়েছিল।
‘খোশ-আমদেদ’ ১৯২৭ খ্রিস্টাব্দের ২৭শে ফেব্রুয়ারি রবিবার ঢাকায় মুসলিম সাহিত্যসমাজের প্রথম বার্ষিক সম্মেলনে কবি-কর্তৃক গীত এবং ১৩৩৩ চৈত্রে মুসলিম সাহিত্যসমাজের মুখপত্র প্রথম বার্ষিক ‘শিখা’য় প্রকাশিত হয়েছিল। ১৩৩৩ চৈত্রের সওগাতে উহা পুনর্মুদ্রিত হয়েছিল।
‘নওরোজ’ ১৩৩৪ আষাঢ়ের এবং ‘ভীরু’ ও ‘চিরঞ্জীব জগলুল’ ১৩৩৪ ভাদ্রের নওরোজে বের হয়েছিল।
‘অগ্রপথিক’ ১৩৩৪ অগ্রহায়ণের সওগাতে প্রকাশিত হয়েছিল। পাদটীকায় স্বীকৃতি ছাপা হয়েছিল— ‘হুইটম্যানের অনুরণনে।’
‘ঈদ-মোবারক’ ১৩৩৪ বৈশাখের, ‘আয় বেহেশতে কে যাবি আয়’ ও ‘আমানুল্লাহ’ ১৩৩৪ মাঘের এবং ‘এ মোর অহঙ্কার’ ১৩৩৪ চৈত্রের সওগাতে প্রকাশিত হয়েছিল।
‘ওমর ফারুক’ ১৩৩৪ সালের দ্বিতীয় বার্ষিক সওগাতে বের হয়েছিল।