চিরশিশু
নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে।
কোন্ নামের আজ পরলি কাঁকনম বাঁধনহারায় কোন কারা এ॥
আবার মনের মতন করে
কোন নামে বল ডাকব তোরে!
পথ-ভোলা তুই এই সে ঘরে
ছিলি ওরে এলি ওরে
বারে বারে নাম হারায়ে॥
ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণমণি!
ক্ষুধিত ঘর ভরলি এনে ছোট্ট হাতের একটু ননি।
আজ যে শুধু নিবিড় সুখে
কান্না-সায়র উথলে বুকে,
নতুন নামে ডাকতে তোকে
ওরে ও কে কন্ঠ রুখে
উঠছে কেন মন ভারায়ে!
অস্ত হতে এলে পথিক উদয় পানে পা বাড়ায়ে॥
কলিকাতা
ফাল্গুন ১৩২৭