বর্ণাকার
নীল পরী
ঐ
সর্ষে ফুলে লুটাল কার
হলুদ-রাঙা উত্তরী।
উত্তরী-বায় গো–
ঐ
আকাশ-গাঙে পাল তুলে যায়
নীল সে পরীর দূর তরী॥
তার
অবুঝ বীণার সবুজ সুরে
মাঠের নাটে পুলক পুরে,
ঐ
গহন বনের পথটি ঘুরে
আসছে দূরে কচিপাতা দূত ওরই॥
মাঠঘাট তার উদাস চাওয়ায়
হুতাশ কাঁদে গগন মগন
বেণুর বনে কাঁপচে গো তার
দীঘল শ্বাসের রেশটি সঘন।
তার
বেতস-লতায় লুটায় তনু,
দিগ্বলয়ে ভুরুর ধনু,
সে
পাকা ধানের হীরক-রেণু
নীল নলিনীর নীলিম-অণু
মেখেছে মুখ বুক ভরি॥
ট্রেনে কুমিল্লার পথে
চৈত্র ১৩২৭