» » সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি

সত্যেন্দ্র-প্রয়াণ-গীতি

চল-চঞ্চল বাণীর দুলাল এসে ছিল পথ ভুলে,
ওগো
 এই গঙ্গার কূলে।
দিশাহারা মাতা দিশা পেয়ে তাই নিয়ে গেছে কোলে তুলে
ওগো
 এই গঙ্গার কূলে॥
চপল চারণ বেণু-বীণে তার
সুর বেঁধে শুধু দিল ঝংকার,
শেষ গান গাওয়া হল নাকো আর
উঠিল চিত্ত দুলে,
তারই
ডাক-নাম ধরে ডাকিল কে যেন অস্ত-তোরণ-মূলে,
ওগো
 এই গঙ্গার কূলে॥
ওরে
এ ঝোড়ো হাওয়ায় কারে ডেকে যায় এ কোন সর্বনাশী
বিষাণ কবির গুমরি উঠিল, বেসুরো বাজিল বাঁশি।
আঁখির সলিলে ঝলসানো আঁখি
কূলে কূলে ভরে ওঠে থাকি থাকি,
মনে পড়ে কবে আহত এ-পাখি
মৃত্যু-আফিম-ফুলে
কোন
ঝড়-বাদলের এমনই নিশীথে পড়েছিল ঘুমে ঢুলে
এই গঙ্গার কূলে॥
তার
ঘরের বাঁধন সহিল না সে যে চির-বন্ধনহারা,
তাই
ছন্দ-পাগলে কোলে নিয়ে দোলে জননি মুক্তধারা!
ও সে
আলো দিয়ে গেল আপনারে দহি,
অমৃত বিলাল বিষ-জ্বালা সহি,
শেষে
শান্তি মাগিল ব্যাথা-বিদ্রোহী
চিতার অগ্নি-শূলে!
পুনঃ
নব-বীণা-করে আসিবে বলিয়া এই শ্যাম তরুমূলে।
ওগো
 এই গঙ্গার কূলে॥

কলিকাতা

শ্রাবণ, ১৩২৯