» » প্রবর্তকের ঘুর-চাকায়

প্রবর্তকের ঘুর-চাকায়

যায় মহাকাল মূর্ছা যায়

প্রবর্তকের ঘুর-চাকায়

যায় অতীত

কৃষ্ণ-কায়

যায় অতীত

রক্ত-পায়—

যায় মহাকাল মূর্ছা যায়

প্রবর্তকের ঘুর-চাকায়!

প্রবর্তকের ঘুর-চাকায়!

যায় প্রবীণ

চৈতি-বায়

আয় নবীন-

শক্তি আয়!

যায় অতীত

যায় পতিত,

‘আয় অতিথ,

আয় রে আয় –’

বৈশাখী-ঝড় সুর হাঁকায় –

প্রবর্তকের ঘুর-চাকায়

প্রবর্তকের ঘুর-চাকায়!

ওই রে দিক্-

চক্রে কার

বক্রপথ

ঘুর-চাকার!

ছুটছে রথ,

চক্র-ঘায়

দিগ্‌বিদিক

মূর্ছা যায়!

কোটি রবি শশী ঘুর-পাকায়

প্রবর্তকের ঘুর-চাকায়

প্রবর্তকের ঘুর-চাকায়!

ঘোরে গ্রহ তারা পথ-বিভোল, –

‘কাল’-কোলে ‘আজ’খায় রে দোল!

আজ প্রভাত

আনছে কায়,

দূর পাহাড়-

চূড় তাকায়।

জয়-কেতন

উড়ছে কার

কিংশুকের

ফুল-শাখায়।

ঘুরছে রথ,

রথ-চাকায়

রক্ত-লাল

পথ আঁকায়।

জয়-তোরণ

রচছে কার

ঐ উষার

লাল আভায়,

প্রবর্তকের ঘুর-চাকায়

প্রবর্তকের ঘুর-চাকায়।

গর্জে ঘোর

ঝড় তুফান

আয় কঠোর

বর্তমান।

আয় তরুণ

আয় অরুণ

আয় দারুণ,

দৈন্যতায়!

ভয় কী আয়!

ঐ মা অভয়-হাত দেখায়

রামধনুর

লাল শাঁখায়!

প্রবর্তকের ঘুর-চাকায়

প্রবর্তকের ঘুর-চাকায়!

বর্ষ-সতী-স্কন্ধে ঐ

নাচছে কাল

থই তা থই

কই সে কই

চক্রধর,

ঐ মায়ায়

খণ্ড কর।

শব-মায়ায়

শিব যে যায়

ছিন্ন কর

ঐ মায়ায় —

প্রবর্তকের ঘুর-চাকায়

প্রবর্তকের ঘুর-চাকায়!

কৃষ্ণনগর,

৩০ চৈত্র, ১৩৩২