» » কতগুলো কুকুরের আর্তনাদ

বর্ণাকার

কুকুরগুলো একসঙ্গে চিৎকার জুড়ে দিলো।

সাদা কুকুর।

কালো কুকুর।

মেয়ে কুকুর।

পুরুষ কুকুর।

তাদের চিৎকারে শহরে যেখানে যত ভদ্রলোক ছিলো সবার ঘুম ভেঙ্গে গেলো। তারা ভীষণ বিরক্ত হলো।

রাগ করলো।

এবং কুকুরগুলোকে গুলি করে মারার জন্যে বন্দুক হাতে রাস্তায় বেরিয়ে এলো।

বাইরে বেরিয়ে এসে ভদ্রলোকরা দেখলো।

পথ ঘাট মাঠ সব কুকুরে কুকুরারণ্য।

দাওয়ায় কুকুর।

কার্নিশে কুকুর।

হোটেলে কুকুর।

রেস্তোরায় কুকুর।

স্কুল। পাঠশালা। অফিস। আদালত। সর্বত্র কুকুরে কুকুরময়। সবাই গলা ছেড়ে চিৎকার করছে। সমস্ত কণ্ঠ হতে বিকট শব্দ হচ্ছে চারদিকে।

সহসা ভদ্রলোকরা গুলি করতে লাগলো।

গুলির শব্দে শহরে যত বেশ্যা ছিলো, সবাই ছুটে বেরিয়ে এলো রাস্তায়। ছোট বেশ্যা। বড় বেশ্যা।

যুবতী বেশ্যা।

বুড়ি বেশ্যা।

কুৎসিত বেশ্যা।

সুন্দরী বেশ্যা।

ওরা মৃত কুকুরগুলোর জন্যে করুণ কান্না জুড়ে দিলো।

বেশ্যাদের কান্নায় সমস্ত শহরে বিষাদের ছায়া নেমে এলো।

আর।

ওদের কান্না দেখে ভদ্রলোকেরা হাতে ধরে রাখা বন্দুকগুলো ঘৃণার সঙ্গে দূরে ছুড়ে ফেলে দিলো।

এবং

কুকুরের মতো চিৎকার জুড়ে দিলো।