৪৭ যোগিয়া—ঝাঁপতাল সাজিয়াছ যোগী বলো কার লাগি তরুণ বিবাগী॥ হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে নিখিলের পিয়া তবে প্রেম মাগি তরুণ বিবাগী॥ ফাল্গুনে কাঁদে দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো! যোগী, যোগ ভোলো! এত গীতহাসি সব আজি বাসি, উদাসী গো জাগো! নব অনুরাগে জাগো অনুরাগী তরুণ বিবাগী॥ পাঠক সংখ্যা : ১৫ ২০২৪-০১-০১