২৮
সিন্ধু কাফি-খাম্বাজ—যৎ
আজি এ কুসুম-হার
সহি কেমনে
ঝরিল যে ধুলায়
চির অবহেলায়
কেন এ অবেলায়
পড়ে তারে মনে॥
তব তরে মালা
গেঁথেছি নিরালা
সে ভরেছে ডালা
নিতি নব ফুলে।
(আজি)
তুমি এলে যবে
বিপুল গরবে
সে শুধু নীরবে
মিলাইল বনে॥
আঁখি-জলে ভাসি
গাহিত উদাসী
আমি শুধু হাসি
আসিয়াছি ফিরে।
(আজি)
সুখ-মধুমাসে
তুমি যবে পাশে
সে কেন গো আসে
কাঁদাতে স্বপনে॥
কার সুখ লাগি
রে কবি বিবাগি,
সকল তেয়াগি
সাজিলি ভিখারী!
(তুই)
কার আঁখি-জলে
বেঁচে রবি বলে
ফুলমালা দলে
লুকালি গহনে॥