» » মুসাফির! মোছ এ আঁখি জল

৪৮

বারোয়াঁ—কাহারবা

মুসাফির! মোছ এ আঁখি জল

ফিরে ছল আপনারে নিয়া।

আপনি ফুটেছিল ফুল

গিয়াছে আপনি ঝরিয়া॥

রে পাগল! এ কী দুরাশা,

জলে তুই বাঁধিবি বাসা!

মেটে না হেথায় পিয়াসা

হেথা নাই তৃষ্ণা-দরিয়া॥

বরষায় ফুটল না বকুল

পউষে ফুটবে কি সে ফুল,

এ দেশে ঝরে শুধু ভুল

নিরাশার কানন ভরিয়া॥

রে কবি, কতই দেয়ালি,

জ্বালিলি তোর আলো জ্বালি,

এল না তোর বনমালি

আঁধার আজ তোরই দুনিয়া॥