৫
মিশ্র বেহাগ-খাম্বাজ — দাদরা
কেন
কাঁদে পরান কী বেদনায় কারে কহি
সদা
কাঁপে ভীরু হিয়া রহি রহি॥
সে থাকে নীল নভে আমি নয়ন-জল-সায়রে,
সাতাশ তারার সতিন-সাথে সে যে ঘুরে মরে,
কেমনে ধরি সে চাঁদে রাহু নহি॥
কাজল করি যারে রাখি গো আঁখি-পাতে,
স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে।
বুকে তায় মালা করি রাখিলে যায় সে চুরি,
বাঁধিলে বলয়-সাথে মলয়ায় যায় সে উড়ি,
কী দিয়ে সে উদাসীর মন মোহি॥