» » হাজার তারার হার হয়ে

বর্ণাকার

৩০

ছায়ানট—কাওয়ালি

হাজার তারার হার হয়ে গো

দুলি আকাশ-বীণার গলে।

তমাল-ডালে ঝুলাই ঝুলাই

নাচাই শিখী কদম-তলে॥

‘বউ কথা কও’ বলে পাখি

করে যখন ডাকাডাকি,

ব্যথার বুকে চরণ রাখি

নামি বধূর নয়ন-জলে॥

ভয়ঙ্করের কঠিন আঁখি

আঁখির জলে করুণ করি,

নিঙারি নিঙারি চলি

আকাশ-বধূর নীলাম্বরী॥

লুটাই নদীর বালুতটে,

সাধ করে যাই বধূর ঘটে,

সিনান-ঘাটের শিলাপটে

ঝরি চরণ-ছোঁয়ার ছলে॥