» » আসে বসন্ত ফুলবনে

বর্ণাকার

১০

ভীমপলশ্রী—দাদরা

আসে বসন্ত ফুলবনে

সাজে বনভূমি সুন্দরী।

চরণে পায়েলা রুমুঝুমু

মধুপ উঠিছে গুঞ্জরি॥

ফুলরেণু-মাখা দখিনা বায়

বাতাস করিছে বনবালায়,

বনকরবী-নিকুঞ্জছায়

মুকুলিকা ওঠে মুঞ্জরি॥

কুহু আজি ডাকে মুহুমুহু,

‘পিউ কাঁহা’ কাঁদে উহু উহু

পাখায় পাখায় দোঁহে দুহুঁ

বাঁধে চঞ্চর-চঞ্চরী॥

দুলে আলোছায়া বন-দু-কূল,

ওড়ে প্রজাপতি কলকা ফুল,

কর্ণে অতসী স্বর্ণদুল

আলোকলতার সাতনরী॥

পদ্ম ডালিয়া পায়ে বালা

করিয়াছে সারা বন আলা,

দ্বারে মঞ্জরী-দীপ জ্বালা,

ডালপালা রচে ফুলছড়ি॥

কবি, তোর ফুলমালি কেমন,

ফাগুনে শূন্য পুষ্পবন,

বরিবি বঁধুরে এলে কানন

রিক্ত হাতে কি ভুল ভরি॥