» » পরদেশি বঁধুয়া

বর্ণাকার

২৩

বিহারী—ঠুংরি

পরদেশি বঁধুয়া,

এলে কি এতদিনে।

আসিলে এতদিনে

কেমনে পথ চিনে॥

তোমারে খুঁজিয়া

কত রবি শশী

অন্ধ হইল প্রিয়,

নিভিল তিমিরে,

তব আশে আকাশ

তারা-দীপ জ্বালি

জাগিয়াছে নিশি

ঝুরিয়া শিশিরে!

শুকায়েছে স্বরগ,

দেবতা, তোমা বিনে॥

কত জনম ধরি

ছিলে বলো পাশরি,

এতদিনে বাঁশরি

বাজিল কি বিপিনে॥

নিতি ফুল-সনে

ফুটিয়া কাননে

ঝরিয়াছি সাঝেঁ

নিরাশ হুতাশে,

নব নব গানে

বেদনা নিবেদন

করিয়াছি কবি,

প্রিয়, তব পাশে!

এলে আজি উদাসী

নিখিল-মন জিনে॥