» » কে শিব সুন্দর

বর্ণাকার

৪২

দেশ—গীতঙ্গী

কে শিব সুন্দর শরৎ-চাঁদ চূড়

দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে,

পীড়িত নরনারী আসিল গেহ ছাড়ি

ভরিল নভতল-ক্রন্দনে॥

বেদনা-মন্দিরে আরতি বাজে তব,

কে তুমি সুন্দর শ্মশানচারী নব,

দিগদিগন্তরে জীবন-উৎসব—

শঙ্খ শুনি তব আগমনে॥

মৃত্যু-জয়ী তুমি হওনি সুধা পিয়ে,

দুখেরে দহিয়াছ বিষের দাহ দিয়ে।

ভূষণ করি ফণী আদরে দিয়ে দোলা

কী মণি পেলে বলো ওগো ও চির-ভোলা!

কভু সে ডম্বরু বাজাও অম্বরে,

প্রলয়-নর্তন জাগে চরাচরে,

ললাট-জ্বালা-পাশে

চন্দ্রলেখা হাসে

নবীন সৃষ্টির হরষনে॥

পতিতা গঙ্গারে ধরিলে নিজ শিরে,

কন্যারূপে তাই পেলে কি ভারতীরে,

স্বরগ এল নেমে মরতে তব প্রেমে,

নমানি দেব-দেব ও-চরণে॥