» » কেন আসিলে যদি যাবে চলি

৪৬

(দিনের) দুর্গা—আদ্ধা কাওয়ালি

কেন আসিলে
যদি যাবে চলি
গাঁথিলে না মালা
ছিঁড়ে ফুল-কলি॥
কেন বারেবারে
আসিয়া দুয়ারে
ফিরে গেলে পারে
কথা নাহি বলি॥
কী কথা বলিতে
আসিয়া নিশীথে
শুধু ব্যথা-গীতে
গেলে মোরে ছলি॥
প্রভাতের বায়ে
কুসুম ফুটায়ে
নিশীথে লুকায়ে
উড়ে গেল অলি॥
কবি শুধু জানে,
কোন্ অভিমানে
চাহি যারে গানে
কেন তারে দলি॥