১৪
ভৈরবী—যৎ
সখী জাগো, রজনী পোহায়।
মলিন কামিনী-ফুল যামিনী-গলায়॥
চলিছে বধূ সিনানে
বসন না বশ মানে,
শিথিল আঁচল টানে
পথের কাঁটায়॥
১৪
ভৈরবী—যৎ
সখী জাগো, রজনী পোহায়।
মলিন কামিনী-ফুল যামিনী-গলায়॥
চলিছে বধূ সিনানে
বসন না বশ মানে,
শিথিল আঁচল টানে
পথের কাঁটায়॥
© All Right Reserved by Eduliture ২০২৪