» » কেমনে রাখি আঁখি-বারি

বর্ণাকার

৪৫

(রাতের) দুর্গা—আদ্ধা কাওয়ালি

কেমনে রাখি

আঁখি-বারি চাপিয়া।

প্রাতে কোকিল কাঁদে,

নিশীথে পাপিয়া॥

এ ভরা বাদরে

আমার মরা নদী,

উথলি উথলি

উঠিছে নিরবধি।

আমার এ ভাঙা ঘাটে

আমার এ হৃদিতটে

চাপিতে গেলে ওঠে

দু-কূল ছাপিয়া॥

নিষেধ নাহি মানে

আমার পোড়া আঁখি,

জল লুকাব কত

কাজল মাখি মাখি।

ছলনা করে হাসি

অমনি জলে ভাসি,

ছলিতে গিয়া আসি

ভয়েতে কাঁপিয়া॥

গাঁথিতে ফুলমালা

বিঁধে সে কাঁটা হয়ে,

কাঁটার হার গাঁথি—

সে আসে ফুল লয়ে।

কবি রে, জলধি

এ তাহারে মন দিয়ে

গেলি রে জল

নিয়ে জীবন ব্যাপিয়া॥