» » বাগিচায় বুলবুলি তুই

বর্ণাকার

ভৈরবী—কাহারবা

বাগিচায়
বুলবুলি তুই ফুলশাখাতে
দিসনে আজি দোল।
আজও তার
ফুলকলিদের ঘুম টুটেনি
তন্দ্রাতে বিলোল॥
আজও হায়
রিক্ত শাখায় উত্তরী-বায়
ঝুরছে নিশিদিন,
আসেনি
দখ্‌নে হাওয়া গজল্-গাওয়া
মৌমাছি বিভোল॥
করে সে
ফুলকুমারী ঘোমটা চিরি
আসবে বাহিরে,
শিশিরের
স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম
রাঙবে রে কপোল॥
ফাগুনের
মুকুল-জাগা দুকূল-ভাঙা
আসবে ফুলের বান,
কুঁড়িদের
ওষ্ঠপুটে লুটবে হাসি,
ফুটবে গালে টোল॥
কবি তুই
গন্ধে ভুলে ডুবলি জলে
কূল পেলিনে আর,
ফুলে তোর
বুকে ভরেছিস আজকে জলে
ভরবে আঁখির কোল॥