» » ভুলি কেমনে আজও যে মনে

বর্ণাকার

পিলু—কাহারবা-দাদরা

ভুলি কেমনে
আজও যে মনে
 
বেদনা-সনে রহিল আঁকা।
আজও সজনি
দিন রজনি
 
সে বিনে গণি তেমনই ফাঁকা॥
আগে মন
করলে চুরি,
 
মর্মে শেষে হানলে ছুরি,
এত শঠতা
এত যে ব্যথা
 
তবু যেন তা মধুতে মাখা॥
চকোরী
দেখলে চাঁদে
 
দূর হতে সই আজও কাঁদে,
আজও বাদলে
ঝুলন ঝোলে
 
তেমনই জলে চলে বলাকা॥
বকুলের
তলায় দোদুল
 
কাজলা মেয়ে কুড়োয় লো ফুল
চলে নাগরী
কাঁধে গাগরি
 
চরণ ভারী কোমর বাঁকা॥
তরুরা
রিক্ত পাতা
 
আসল লো তাই ফুল-বারতা,
ফুলেরা গলে
ঝরেছে বলে
 
ভরেছে ফলে বিটপী-শাখা॥
ডালে তোর
হানলে আঘাত
 
দিস রে কবি ফুল-সওগাত
ব্যথা-মুকুলে
অলি না ছুঁলে
 
বনে কি দুলে ফুল-পতাকা॥