» » গরজে গম্ভীর গগন কম্বু

বর্ণাকার

২৯

মালকৌষ—গীতঙ্গী

গরজে গম্ভীর গগন কম্বু।

নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু॥

সে নাচ-হিল্লোলে জটা-আবর্তনে

সাগর ছুটে আসে গগন-প্রাঙ্গণে।

আকাশে শূল হানি

শোনাও নব বাণী,

তরাসে কাঁপে প্রাণী

প্রসীদ শম্ভু॥

ললাট-শশী টলি জটায় পড়ে ঢলি,

সে-শশী-চমকে গো বিজুলি ওঠে ঝলি।

ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা,

মুরছে ভয়-ভীতা নিশি নিরঞ্জনা।

আঁধারে পথহারা

চাতকী কেঁদে সারা,

যাচিছে বারিধারা

ধরা নিরম্বু॥