» » শব্দ-পরিচিতি

বর্ণাকার

থল বি স্থল, ডাঙা।

থুইয়া অ-ক্রি রাখিয়া : রেখে।

থেইকা অব্য হইতে : থেকে।

দয়া অইছে – রোগের অধিষ্ঠাত্রীদেবীর দয়া হয়েছে, যেমন– ওলাবিবির দয়া হয়েছে অর্থাৎ কলেরা হয়েছে; শীতলার দয়া হয়েছে অর্থাৎ বসন্ত হয়েছে।

দরমা বি নলের বা বাঁশের চাটাই। [হি]

দরমা দরমা হয়ে গেছে – দরমার মতো অমসৃণ হয়ে গেছে।

দাওয়াই বি দাওয়া; ঔষধ। [আ. দাওয়া]

দাড়াপথ বি বর্ষার সময় শস্যভরা মাঠের ভেতর দিয়ে নৌকা-চলাচলের পথ।

দিছে ক্রি দিয়াছে : দিয়েছে।

দিমুহনে ক্রি দিব এখন : দেবোখন।

দুইন্যায় বি দুনিয়ায়, পৃথিবীতে। [আ. দুনিয়া]

দুক্‌খু বি দুঃখ।

দুগায়ই বিণ সর্ব. দুইটায়ই : দুটোতেই।

দুপৈর বি দ্বিপ্রহর : দুপুর।

দেওনে ক্রি দেওয়ায়।

দেরেং বি দেরি, বিলম্ব। [ফা. দের]

দ্যাড় বিণ দেড়, এক ও আধ।

দ্যাখ ক্রি দেখ্।

দ্যাহ ক্রি দেখো।

দ্যাহা ক্রি দেখা।

ধইর‍্যা অ-ক্রি ধরিয়া : ধরে।

ধলডোগ বিণ ধলা অর্থাৎ সাদা বা সাদাটে ডগাযুক্ত।

নওল বিণ নবীন। [ব্রজবুলি, যেমন নওল কিশোর–নব কিশোর কৃষ্ণ]

নওল মুরগী – নবযৌবনপ্রাপ্তা অক্ষত-যোনি মুরগী।

নওশা বি বর, বিবাহের পাত্র। [ফা.]

নাইকল বি নারিকেল : নারকেল।

নাইব ক্রি গোসল করিব, স্নান করিব : নাইব, গোসল করব, স্নান করব। [হি. নহান থেকে]

নাইম্যা অ-ক্রি নামিয়া : নেমে।

নাতি-নাতকুড় বি নাতি-নাতিনী : নাতি-নাতনী। পৌত্র-পৌত্রী, দৌহিত্র-দৌহিত্রী।

নাবালেগ বিণ অপ্রাপ্তবয়স্ক। [ফা. নাবালিগ]

নাবীসঙ্গ বি নাভির ওপর কোমর-বেষ্টিত অলঙ্কারবিশেষ।

নালে অব্য না হইলে, নহিলে : নইলে।

নাহি অব্য নহে কি : নাকি।

নিকা বি বিধবা-বিবাহ অথবা তালাকপ্রাপ্তা স্ত্রীলোকের সাথে বিবাহ। [আ. নিকাহ–বিবাহ]

নিডুর বিণ নিষ্ঠুর, নির্দয়।

নিত্যিনিত্যি ক্রিবিণ নিত্য, রোজ রোজ।

নিষুধ বি নিষেধ, বারণ, মানা।

নোয়াব বি নবাব, শাসনকর্তা।