সঙ্কেত
অ-ক্রি – অসমাপিকা ক্রিয়া
অব্য – অব্যয়
আ. – আরবি
ইং – ইংরেজি
উ. – উর্দু
ক্রি – ক্রিয়া
ক্রিবিণ – ক্রিয়া-বিশেষণ
তা. – তামিল
তু. – তুর্কীয় ভাষা
দ্র – দ্রষ্টব্য
দেশী – দেশীয় ভাষা
প্রা. – প্রাকৃত
ফা. – ফারসি
বি – বিশেষ্য
বিণ – বিশেষণ
সং – সংস্কৃত
সর্ব. – সর্বনাম
হি – হিন্দি
লেখ্য রূপ (সাধু) : লেখ্য ও কথ্য রূপ (চলিত)
[ ] তৃতীয় বন্ধনীর মধ্যে শব্দের ব্যুৎপত্তি ও জাতি নির্দেশ করা হয়েছে।
অ
অইডা সর্ব. ঐটা : ওটা।
অইব ক্রি হইবে : হবে।
অইবা ক্রি হইবে : হবে।
অইলা ক্রি হইলে : হলে।
অইলাম ক্রি হইলাম : হলাম।
অইলেও ক্রি হইলেও : হলেও।
অউয়ত বি হওয়া, জন্মানো।
অউয়ত-মউয়ত বি জন্ম-মৃত্যু [আ. মওত থেকে মউয়ত]
অউক ক্রি হউক : হোক।
অখুনি ক্রিবিণ এইক্ষণে : এখনি, এক্ষুণি এই মুহূর্তে।
অজম বি হজম, পরিপাক। [আ. হদ্ম্]।
অড়কল বি গলার অলঙ্কার-বিশেষ।
অতশত বিণ ক্রিবিণ অতপ্রকার।
অম্বায় ক্রিবিণ অমনভাবে। ঐভাবে : ওভাবে।
অয় ক্রি হয়।
অর সর্ব. উহার : ওর।
অলক্ষী বিণ অলক্ষুণে : কুলক্ষণযুক্ত, অপয়া।
অহন ক্রিবিণ এইক্ষণ : এখন।
আ
আইচ্ছা বিণ আচ্ছা, বেশ, ভাল, উত্তম।
আইজ অব্য অদ্য, আজ।
আইছি ক্রি আসিয়াছি : এসেছি।
আইজগা অব্য অদ্য : আজকে।
আইচা বি নারকেলের মালা।
আঁইট্যা ক্রি হাঁটিয়া : হেঁটে।
আইতে অ-ক্রি আসিতে : আসতে।
আইন্যা অ-ক্রি আনিয়া : এনে।
আইয়া অ-ক্রি আসিয়া : এসে।
আইল ক্রি আসিল : এলো।
আইলে অ-ক্রি আসিলে : এলে।
আক্কল বি আক্কেল, বুদ্ধি, বিবেচনা । [আ. আক্ল্]
আকাল বি দুর্ভিক্ষ, দুঃসময়। [সং অকাল]
আঁড়ি বি হাঁড়ি। [সং হণ্ডী]
আঁস বি হংস, হাঁস।
আঁসা বি হংস : হাঁসা, হাঁস।
আঁসী বি হংসী : হাঁসী।
আক্রা বিণ অক্রেয় : আক্রা। দুর্মূল্য।
আখা বি উনান, চুলা, চুলো। [তু. সং উখা = হাঁড়ি]
আছিল ক্রি ছিল।
আজগাই বিণ অদৃশ্য থেকে হঠাৎ আগত [ফা. + আ. আজগায়েব]
আজাব বি শাস্তি। [আ.]
আঁটি বি গুচ্ছ। [দেশী]
আড্ডি বি হাড্ডি, হাড়, অস্থি। [সং হড্ডি]
আণ্ডা বি ডিম্ব, ডিম। [সং অণ্ড]
আণ্ডালু বিণ ডিম্ববতী, ডিম পাড়ে এমন।
আত বি হস্ত, হাত।
আদত বিণ আসল। [সং আদিত, আ. আদদ]
আদনা বিণ সামান্য। [ফা.]
আবডাল বি আড়াল, অন্তরাল। [সং অন্তরাল]
আ’বি ক্রি আসিবি : আসবি।
আলয় বি ঘর-বাড়ী, আশ্রয়।
আলাই-বালাই বি আপদ-বালাই, বিঘ্ন, বিপদ। [আ. ৱলা]
আ’লি ক্রি আসিলি : এলি।
আলীশান বিণ জবরদস্ত, শক্তিশালী। [আ. ফা.]
আল্লাদি বিণ আহ্লাদী, আদুরী : আহ্লাদে, আদুরে।
আলৈয়া বি আলেয়া।
আষ্ট বি বিণ আট, আট-সংখ্যক। [সং অষ্ট]
আসমাইন্যা বিণ আকাশ-চুম্বী [ফা. আসমান + বা. ইয়া]
আস্তা বিণ আস্ত, অভগ্ন, গোটা।
আহাল বি আকাল, দুর্ভিক্ষ। [সং অকাল]
আঁচি বি হাঁচি। [সং হঞ্ছি]
অ্যারে অব্য ওরে (সম্বোধনসূচক)।
ই
ইসাব বি হিসাব হিসেব।
ইসাব-কিতাব বি হিসাব-নিকাশ : হিসেব-নিকেশ। আয়-ব্যয়ের বিবরণপত্র : বিচার-বিবেচনা।
উ
উইটা সর্ব. ঐটা : ওটা।
উইট্যা অ-ক্রি উঠিয়া : উঠে।
উখ বি ইক্ষু : আখ।
উর মাডি বি উর্বর মাটি।
উনা বিণ ন্যূন, ঊনা : উনা, উনো। [সং ঊন]
উন্নিশ-বিশ বিণ উনিশ-বিশ, সামান্য পার্থক্য।
উফায় বি উপায়, অভীষ্ট লাভের বা কার্যসাধনের প্রণালী।
উম বি ওম, উষ্ণতা। [সং উষ্ণ]
উলডা বিণ উলটা : উলটো। [তু. হি. উল্লাট, প্রা. অল্লটে]
এ
একপদ বিণ এক প্রকার, এক রকম।
এক্কই চোডে ক্রিবিণ একই চোটে, একই বারে, একই দফায়।
এক্কেরে ক্রিবিণ একেবারে, সম্পূর্ণরূপে।
এট্টু বিণ একটু, সামান্য।
এডুক বিণ এইটুকু : এটুকু।
এতনা বিণ এতটা [হি.]
এম্বায় ক্রিবিণ এমনভাবে : এমনিভাবে।
ও
ওইডা সর্ব, ঐটা।
ওড ক্রি উঠ : ওঠ।
ওয়াতে অব্য সর্ব. উহাতে, তাহাতে : তাতে।