» » শব্দ-পরিচিতি

বর্ণাকার
🕮

ছঙ্গে অব্য সঙ্গে, সাথে।

ছল-চক্কর বি ছলচাতুরি।

ছাইড়্যা ক্রি ছাড়িয়া : ছেড়ে।

ছাপ্পোনছাড়া বিণ ছাপোনাসহ বিতাড়িত বা বিনাশিত, বাচ্চা-কাচ্চাসহ ধ্বংসিত।

ছালাবুড়ী বি যে বুড়ী ছেলে-মেয়ে ধরে ছালা অর্থাৎ বস্তার মধ্যে পুরে নিয়ে যায়; কাল্পনিক ডাইনী; জুজুবুড়ী।

ছুরত বি চেহারা, আকৃতি। [আ. সুরত]

ছেঁইচ্যা ক্রি ছেঁচিয়া : ছেঁচে।

ছেঁড়ি বি ছুঁড়ি, ছুকরি। [সং ছমণ্ডী]

ছোড বিণ ছোট।

ছ্যাঁড়া বি ছোঁড়া, ছোকরা, বালক। [সং ছমুণ্ড]

জননা বি স্ত্রী. স্ত্রীলোক। [ফা. যনানা]

জব বি জবান, বাকশক্তি।

জব বি জবাব, উত্তর। [আ. জবাব]

জবর বিণ কঠিন, মস্ত। [আ. যবর]

জমানা বি যুগ, কাল [আ. যমানা]

জর্ম বি জন্ম।

জাইত বি জাত : কুলের মর্যাদা।

জাইত যায় ক্রি কুলমর্যাদা নষ্ট হয়।

জান-ছালামতে ক্রিবিণ জীবনের নিরাপত্তা এবং শান্তিতে। [ফা. জান + আ. সালামত]

জামাত বি জনসমাবেশ। [আ. জমআ’ত]

জালি বিণ কচি। [সং জালক]

জিগাইল ক্রি জিজ্ঞাসা করিল : জিজ্ঞেস করল।

জিকির বি উচ্চ স্বরে মন্ত্রপাঠ। [আ. যিকর]

জিরাইয়া অ-ক্রি জিরিয়ে, বিশ্রাম করে। [আ. জিরিয়ান– বিশ্রাম]

জিল্লিক বি ঝিলিক, ক্ষণস্থায়ী আলোকচ্ছটা।

জুম্মার ঘর বি যেখানে জুম্মার নামাজ পড়া হয়, মসজিদ।

জেরে ক্রিবিণ অবশেষে, পরে, শেষে। [ফা. যের]

জোখা বি মাপ। [হি. জুখ]

জোতা বি জুতা, জুতো।

জোলইর‍্যা বিণ জোলার তৈরি; তাঁতীর বুনানো। [ফা. জুলহা থেকে জোলা]

ঝিরকুইট্যা বিণ অকালে শুকিয়ে চিমড়ে হয়ে গেছে এমন।

ঝুডা বিণ ঝুটা, জুঠা উচ্ছিষ্ট, এঁটো। [সং জুষ্ট]

টাববুস বিণ টাবুটুবু, টুবটুবে, পুরোপুরি ভরা।

টিক্কাদার বি টিকাদার, যে বসন্তাদি রোগের টিকা দেয়।

টেরেন বি ট্রেন, রেলগাড়ী।

টোক্কা বি টোকা, টুসকি, আঙুলের ডগা দিয়ে আঘাত। [সং ছোট্টিকা]

টোনা বি পুরুষ বা নারীকে, বিশেষ করে স্বামীকে বশ করার মন্ত্রতন্ত্র। [সং তন্ত্র, হি. টোনা]

টোহা দ্র টোক্কা।

ট্যাকা বি টাকা।

ট্যারা বিণ টেরা, বক্রদৃষ্টি। [সং টের, তু. টেরে, হি. টেড়]

ট্যাহা বিণ টাকা।

ঠনঠন অব্য (ব্যঙ্গাত্মক) ঠনঠন শব্দ শুনে বোঝা যায় পাত্র শূন্য। সে অর্থে ‘কিছুই নেই’ বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

ঠাডা বি ঠাটা, বজ্র। [তা. ঠিটু]

ঠুণ্ডা বিণ ঠুঁটা, ঠুঁটো, অক্ষম, অকর্মণ্য। [প্রা. টুংটো, হি. ঠুঠা]

ঠোয়া বি ঠোস, ফোস্কা।

ঠ্যাঙ্গা বি ঠেঙ্গা : ঠেঙা। [হি. ঠেংগা]

ডর বি ভয়, শঙ্কা, ত্রাস। [সং দর, হি. ডর]

ডাঙর, ডাঙ্গার বিণ ডাগর, বয়োপ্রাপ্ত, বড়। [হি. ডাবর]

ডানকানা বি একজাতের ছোট মাছ।

ডাফ বি ঘাই, পানির মধ্যে মাছের পুচ্ছাঘাত।

ডুলি বি দোলা, ছোট শিবিকা। [সং দোলী]

ডেগা বিণ কচি, অপ্রাপ্ত-বয়স্ক।

ডোর বি বড়শীর সুতা : সুতা; রজ্জু।

ঢক বি আকৃতি, গড়ন, চেহারা [দেশী]

তক অব্য অবধি, পর্যন্ত। [হি.]

তক্তে বি গদিতে : সিংহাসনে। [ফা. তখ্‌ত]

তন অব্য হইতে : থেকে।

তফরখানা বি ঝঞ্ঝাট, ঝক্কি।

তব্ অব্য তাহা হইলে : তা হলে, তবে। [হি]

তয় অব্য তাহা হইলে তো : তা হলে তো, তবে তো।

তরশু বি আগামী পরশুর পরের দিনত গত পরশুর পূর্ব দিন [সং তিরঃশ্বঃ]

তাকত বি শক্তি, ক্ষমতা। [আ. তাকৎ]

তিতপুঁডি বি ছোট পুঁটিমাছ যার স্বাদ তিতো।

তিরিসীমানা বি ত্রিসীমানা।

তিরুডি বি ত্রুটি, দোষ।

তুঁইতা বি তুঁতিয়া : তুঁতে। [সং তুত্থক, ইং copper sulphate]

তুমড়িবাজি বি তুবড়িবাজি, আতশবাজিবিশেষ।

তেমাথায় বি তিন রাস্তার সংযোগস্থল।

তোগ সর্ব. তোদের।

তোবা বি পাপের কাজ পুনরায় না করার সঙ্কল্প। [আ. তওবা]

তোমাগ সর্ব. তোমাদের।