শেষের পরিচয়
শেষের পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস। ‘ভারতবর্ষ’ মাসিক পত্রে—১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় থেকে আশ্বিন, অগ্রহায়ণ, ফাল্গুন ও চৈত্র; ১৩৪০ বঙ্গাব্দের বৈশাখ, আশ্বিন ও অগ্রহায়ণ; ১৩৪১ বঙ্গাব্দের আষাঢ়, শ্রাবণ, কার্তিক, ফাল্গুন এবং ১৩৪২ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় ‘শেষের পরিচয়’ উপন্যাসের প্রথম তের পরিচ্ছেদ প্রকাশিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটির পনের পরিচ্ছেদ (‘রাখাল এ প্রশ্নের উত্তর দিল না, নীরবে বাহির হইয়া গেল।’ এই পর্যন্ত) রচনা করেছিলেন। উপন্যাসটি অসমাপ্ত রেখেই শরৎচন্দ্র মৃত্যুবরণ করেন। পরবর্তীতে শ্রীমতী রাধারাণী দেবী লিখে উপন্যাসটি শেষ করেন। ৭ই জুন, ১৯৩৯ খৃষ্টাব্দে—আষাঢ়, ১৩৪৬ বঙ্গাব্দে শ্রীমতী রাধারাণী দেবী লিখিত অবশিষ্টাংশ সমতে ‘শেষের পরিচয়’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।