(শার্দূল-বিক্রীড়িত ছন্দে)

উত্রাস ভীম

মেঘে কুচকাওয়াজ

চলিছে আজ,

সোন্মাদ সাগর

খায় রে দোল!

ইন্দ্রের রথ

বজ্রের কামান

টানে উজান

মেঘ-ঐরাবত

মদ-বিভোল।

যুদ্ধের রোল

বরুণের জাঁতায়

নিনাদে ঘোর,

বারীশ আর বাসব

বন্ধু আজ।

সূর্যের তেজ

দহে মেঘ-গরুড়

ধূম্র-চূড়,

রশ্মির ফলক

বিঁধিছে বাজ।

বিশ্রাম-হীন

যুঝে তেজ-তপন

দিক-বারণ

শির-মদ-ধারায়

ধরা মগন!

অম্বর-মাঝ

চলে আলো-ছায়ায়

নীরব রণ

শার্দূল শিকার

খেলে যেমন।

রৌদ্রের শর

খরতর প্রখর

ক্লান্ত শেষ,

দিবা দ্বিপ্রহর

নিশি-কাজল!

সোল্লাস ঘোর

ঘোষে বিজয়-বাজ

গরজি আজ

দোলে সিং-বি—ক্রীড়ে দোল।