সকাল-সাঁঝে চেয়ে থাকি পুব-গগনের পানে কেন যে তা তার আঁখি আর আমার আঁখিই জানে। নদীপারের দেশে থাকি এমনি তারও আঁখি-পাখি দিগ্‌বালিকার পুব-কপোলে চাওয়ার পাখা হানে। চাওয়ায় চাওয়ায় চুমোচুমি রোজ মোদের ওইখানে।    মোদের চোখেরContinue Reading

  অনেক করে বাসতে ভালো পারিনি মা তখন যারে, আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারেবারে॥   আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে, চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরেরContinue Reading

প্রিয়! সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ! তোমার ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন-মরণ।      কোথায় দূরে নূপুর বাজে তোমার পায়ে,   হেথায় রোদন আমার ওঠে উথলায়ে,   তোমার উদাসীন ওই বিষম চলারContinue Reading

এত দিনে অবেলায়- প্রিয়তম! ধূলি-অন্ধ ঘূর্ণি সম দিবাযামী যবে আমি নেচে ফিরি রুধিরাক্ত মরণ-খেলায়- এত দিনে অ-বেলায় জানিলাম, আমি তোমা জন্মে জন্মে চিনি। পূজারিণী! ঐ কণ্ঠ, ও-কপোত- কাঁদানো রাগিণী, ঐ আঁখি, ঐ মুখ, ঐ ভুরু,Continue Reading

আবার কখন আসবে ফিরে সেই আশাতে জাগবে রাত, হয়তো সে কোন নিশুত রাতে ডাকবে এসে অকস্মাৎ সেই আশাতে জাগব রাত। যতই কেন বেড়াও ঘুরে বরণ-বনের গহন জুড়ে দূর সুদূরে, কাঁদলে আমি আসবে ছুটে, রইতে তুমিContinue Reading

সখি! নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি আর মনে?    সেথা তোমার নতুন পূজা নতুন আযোজনে!          প্রথম দেখা তোমায় আমায়          যে গৃহ-ছায় যে আঙিনায়,          যেথায় প্রতি ধূলি-কণায়,                    লতাপাতার সনে –   Continue Reading

আমার  কাঁচা মনে রং ধরেচে আজ,    ক্ষমা করো মা গো আমার আর কি সাজে লাজ? আমার  কাঁচা মনে রং ধরেচে আজ,             আমার ভুবন উঠচে রেঙে          তাঁর পরশের সোহাগ লেগে,          ঘুমিয়েContinue Reading

তুমি মলিন বাসে থাক যখন, সবার চেয়ে মানায়! তুমি আমার তরে ভিখারিনি, সেই কথা সে জানায়!          জানি প্রিয়ে জানি জানি,          তুমি হতে রাজার রানি,          খাটত দাসী, বাজত বাঁশি              তোমার বালাখানায় তুমিContinue Reading

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি॥ আপন জেনে হাত বাড়ালো- আকাশ বাতাস প্রভাত-আলো, বিদায়-বেলার সন্ধ্যা-তারা পুবের অরুণ রবি,— তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি?    আমার আমি লুকিয়েছিলContinue Reading

আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে টলে, আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধরবে কি ওই কোলে?          বাড়িয়ে বাহু আসবে ছুটে?          ধরবে চেপে পরানপুটে?          বুকে রেখে চুমবে কি মুখ                নয়নজলে গলে? আমিContinue Reading

আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে    এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে।          এমনি আদর, এমনি হেলা          মান-অভিমান এমনি খেলা,          এমনি ব্যথার বিদায়-বেলা                এমনি চুমু হেসে, যেন খণ্ডমিলন পূর্ণ করেContinue Reading

সে যে চাতকই জানে তার মেঘ এত কী, যাচে ঘন ঘন বরিষন কেন কেতকী, চাঁদে চকোরই চেনে আর চেনে কুমুদী, জানে প্রাণ কেন প্রিয়ে প্রিয়তম চুমু দি!   Continue Reading

বাংলার অগ্নি-নাগিনি মেয়ে মুসলিম-মহিলা-কুল-গৌরব আমার জগজ্জননী-স্বরূপা মা মিসেস এম. রহমান সাহেবার পবিত্র চরণারবিন্দে – এমনই প্লাবন-দুন্দুভি-বাজা ব্যাকুল শ্রাবণ মাস– সর্বনাশের ঝান্ডা দুলায়ে বিদ্রোহ-রাঙা-বাস ছুটিতে আছিনু মাভৈঃ-মন্ত্র ঘোষি অভয়কর, রণ-বিপ্লব-রক্ত-অশ্ব কশাঘাত-জর্জর! সহসা থমকি দাঁড়ানু আমার সর্পিল-পথ-বাঁকে,Continue Reading

আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ! গাইবি আবার কণ্ঠছেঁড়া বিষ-অভিশাপ-সিক্ত গান। আয় রে চির-তিক্ত প্রাণ!    আয় রে আমার বাঁধন-ভাঙার তীব্র সুখ জড়িয়ে হাতে কালকেউটে গোখরো নাগের পীত চাবুক! হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখেরContinue Reading

ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [আবির্ভাব] ১     নাই   তা—জ     তাই   লা—জ? ওরে মুসলিম, খর্জুর-শিষে তোরা সাজ! করে তসলিম হর কুর্নিশে শোর আওয়াজ শোন কোন মুজ্‌দা সে উচ্চারে হেরা আজ         ধরা-মাঝ! উরজ-য়্যামেন নজ্‌দ হেজাজ তাহামা ইরাক শাম মেশের ওমান তিহারান স্মরি কাহার বিরাট নাম।   পড়ে   ‘সাল্লাল্লাহু আলায়হি সাল্‌লাম।     Continue Reading

ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [তিরোভাব] এ কী বিস্ময়! আজরাইলেরও জলে ভর-ভর চোখ! বে-দরদ দিল্ কাঁপে থর-থর যেন জ্বর-জ্বর শোক। জান-মরা তার পাষাণ-পাঞ্জা বিলকুল ঢিলা আজ, কব্‌জা নিসাড়, কলিজা সুরাখ, খাক চুমে নীলা তাজ। জিব্‌রাইলের আতশি পাখা সে ভেঙে যেন খান খান, দুনিয়ার দেনা মিটে যায় আজ তবুContinue Reading

সেবক সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়, নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়? শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, – বজ্র-হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়? নাজাত-পথের আজাদ মানব নেই কি রে কেউ বাঁচা, ভাঙতে পারে ত্রিশContinue Reading

জাগৃহি [তোটক ছন্দ] ‘হর হর হর শংকর হর হর ব্যোম’ – একী ঘন রণ-রোল ছায়া চরাচর ব্যোম! হানে ক্ষিপ্ত মহেশ্বর রুদ্র পিনাক, ঘন প্রণব-নিনাদ হাঁকে ভৈরব-হাঁক ধু ধু দাউ দাউ জ্বলে কোটি নর-মেধ-যাগ, হানে কাল-বিষContinue Reading

১ দোহাই তোদের! এবার তোরা সত্যি করে সত্য বল্! ঢের দেখালি ঢাক ঢাক আর গুড় গুড়, ঢের মিথ্যা ছল। এবার তোরা সত্য বল॥ পেটে এক আর মুখে আর এক – এই যে তোদের ভণ্ডামি, এতেইContinue Reading

আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান! মম চরণের তলে, মরণের মার খেয়ে মরে ভগবান। আদি ও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন – প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি, আর চিৎকার করি কাঁদিয়া উঠিলContinue Reading