আশা

আমি
শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে টলে,
আমার
লুটিয়ে-পড়া দেহ তখন ধরবে কি ওই কোলে?
  
      বাড়িয়ে বাহু আসবে ছুটে?
  
      ধরবে চেপে পরানপুটে?
  
      বুকে রেখে চুমবে কি মুখ
  
            নয়নজলে গলে?
আমি
শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে টলে!

  

তুমি
এতদিন যা দুখ দিয়েছ হেনে অবহলা,
তা
ভুলবে না কি যুগের পরে ঘরে-ফেরার বেলা?
  
      বলো বলো জীবন-স্বামী
  
      সেদিনও কি ফিরব আমি
  
      অন্তকালেও ঠাঁই পাব না
  
            ওই চরণের তলে?
আমি
শ্রান্ত হয়ে আসব যখন পড়ব দোরে টলে!