» » সাধের ভিখারিণী

বর্ণাকার

সাধের ভিখারিণী

তুমি
মলিন বাসে থাক যখন, সবার চেয়ে মানায়!
তুমি
আমার তরে ভিখারিনি, সেই কথা সে জানায়!
  
      জানি প্রিয়ে জানি জানি,
  
      তুমি হতে রাজার রানি,
  
      খাটত দাসী, বাজত বাঁশি
  
          তোমার বালাখানায়
তুমি
সাধ করে আজ ভিখারিনি, সেই কথা সে জানায়।

  

দেবী!
তুমি সতী অন্নপূর্ণা, নিখিল তোমার ঋণী,
শুধু
ভিখারিকে ভালোবেসে সাজলে ভিখারিনি
  
      সব ত্যজি মোর হলে সাথি,
  
      আমার আশায় জাগছ রাতি,
  
      তোমার পূজা বাজে আমার
  
          হিয়ার কানায় কানায়!
তুমি
সাধ করে আজ ভিখারিনি, সেই কথা সে জানায়।