চপল সাথী

প্রিয়!
সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ!
তোমার
ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন-মরণ।

  

 
কোথায় দূরে নূপুর বাজে তোমার পায়ে,
 
হেথায় রোদন আমার ওঠে উথলায়ে,
 
তোমার উদাসীন ওই বিষম চলার ঘায়ে
 
আজ কাঁপে আমার সকল শরম-ভরম।
এখন
ওই দ্বিধাহীন চরণ করো মোর বুকে সম্বরণ।
তোমার
ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন-মরণ।

  

তুমি
চলার ঝোঁকে দেখছ না হায় পড়ছে চরণ কোথায়,
 
ওগো    চপল পরান-প্রিয়!
হেরো
এবার তোমার পা পড়েছে আমার বুকের ব্যথায়
 
এখন ধীরে চরণ নিয়ো।
 
তোমার ওই যে দোলন দোদুল-দোলা-চলায়,
 
আজ পথ-পাগলের পথের নেশা ভোলায়,
 
এবার থামাও সে দোল আমার বুকের তলায়,
 
আর সরিয়ো না মোর ব্যথায়-বাজা চরণ।
 
আমার ব্যথায় রেঙে হোক ও-চরণ নিখিল-মনোহরণ।

  

ওই
অধীর চরণ চলার নেশায় হলে বিপথগামী
 
      আমি বাঁচব কি আর প্রিয়?
তোমার
বিপথ সে যে আমার তরে মৃত্যু-আঘাত, স্বামী!
 
      এখন ধীরে চরণ নিয়ো!

  

 
ওগো জানি শুধু চলার সুখে
 
তুমি পা ফেলেছ আমার ব্যথার বুকে,
 
ওই চলাই তোমার আমার গভীর দুখে,
 
শেষে প্রেম হয়ে সে করল অবতরণ।
আজ
একা তোমার নয় ও-চরণ আমার নিখিল শরণ!
তোমার
ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন মরণ!
প্রিয়
সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ।