» » সে যে চাতকই জানে

বর্ণাকার

সে যে চাতকই জানে

সে যে
চাতকই জানে তার মেঘ এত কী,
যাচে
ঘন ঘন বরিষন কেন কেতকী,
চাঁদে
চকোরই চেনে আর চেনে কুমুদী,
জানে
প্রাণ কেন প্রিয়ে প্রিয়তম চুমু দি!