চক্রবাক

চক্রবাক

কাজী নজরুল ইসলামের ‘চক্রবাক’ কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয় ১৩৩৬ বঙ্গাব্দে মুতাবিক ১৯২৯ খৃষ্টাব্দের আগস্টে; প্রকাশক শ্রীগোপালদাস মজুমদার; ডি. এম. লাইব্রেরি, ৬১ কর্ণওয়ালিস্ ষ্ট্রীট, কলিকাতা। প্রবাসী প্রেস, ৯১ আপার সার্কুলার রোড, কলিকাতা হতে শ্রীসজনীকান্ত দাস কর্তৃকContinue Reading

চক্রবাক

উৎসর্গ

বিরাট-প্রাণ, কবি দরদী– প্রিন্সিপাল শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মৈত্র শ্রীচরণারবিন্দেষু দেখিয়াছি হিমালয়, করিনি প্রণাম, দেবতা দেখিনি, দেখিয়াছি স্বর্গধাম।… সেদিন প্রথম যবে দেখিনু তোমারে, হে বিরাট মহাপ্রাণ, কেন বারেবারে মনে হল এত দিনে দেখিনু দেবতা! চোখ পুরে এলContinue Reading

চক্রবাক

ঝরা পালক

–ওগো ও চক্রবাকী তোমারে খুঁজিয়া অন্ধ হল যে চক্রবাকের আঁখি! কোথা কোন লোকে কোন নদী পারে রহিলে গো তারে ভুলে? হেথা সাথী তব ডেকে ডেকে ফেরে ধরণীর কূলে কূলে। দিবসে ঘুমালে সব ভুলে যার পাখায়Continue Reading

চক্রবাক

তোমারে পড়িছে মনে

তোমারে পড়িছে মনে আজি   নীপ-বালিকার ভীরু-শিহরণে, যূথিকার অশ্রু-সিক্ত ছলছল মুখে কেতকী-বধূর অবগুন্ঠিত ও বুকে– তোমারে পড়িছে মনে। হয়ত তেমনই আজি দূর বাতায়নে ঝিলিমিলি-তলে ম্লান     লুলিত অঞ্চলে চাহিয়া বসিয়া আছ একা, বারেবারে মুছেContinue Reading

চক্রবাক

বাদল-রাতের পাখি

বাদল-রাতের পাখি! কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও ‘বউ কথা কও’ শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা?… তুমি কাঁদিয়াছ ‘বউ কথা কও’ সে-কাঁদনে তব সাথেContinue Reading

চক্রবাক

স্তব্ধ-রাতে

থেমে আসে রজনীর গীত-কোলাহল, ওরে মোর সাথী আঁখি-জল, এইবার তুই নেমে আয়– অতন্দ্র এ নয়ন-পাতায়। আকাশে শিশির ঝরে, বনে ঝরে ফুল, রূপের পালঙ্ক বেয়ে ঝরে এলোচুল; কোন্ গ্রহে কে জড়ায়ে ধরিছে প্রিয়ায়, উল্কার মাণিক ছিঁড়েContinue Reading

চক্রবাক

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি

বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী! ওগো বন্ধুরা, পাণ্ডুর হয়ে এল বিদায়ের রাতি! আজ হতে হল বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হল বন্ধ মোদের আলাপন নিরিবিলি।… অস্ত-আকাশ-অলিন্দে তার শীর্ণ কপোল রাখি কাঁদিতেছে চাঁদ,Continue Reading

চক্রবাক

কর্ণফুলী

ওগো ও কর্ণফুলী, উজাড় করিয়া দিনু তব জলে আমার অশ্রুগুলি। যে লোনা জলের সিন্ধু-সিকতে নিতি তব আনাগোনা, আমার অশ্রু লাগিবে না সখী তার চেয়ে বেশি লোনা! তুমি শুধু জল করো টলমল; নাই তব প্রয়োজন আমারContinue Reading

চক্রবাক

শীতের সিন্ধু

ভুলি নাই পুনঃ তাই আসিয়াছি ফিরে ওগো বন্ধু, ওগো প্রিয়, তব সেই তীরে! কূল-হারা কূলে তব নিমেষের লাগি খেলিতে আসিয়া হায় যে কবি বিবাগী সকলই হারায়ে গেল তব বালুচরে,– ঝিনুক কুড়াতে এসে–গেল আঁখি ভরে তবContinue Reading

চক্রবাক

পথচারী

কে জানে কোথায় চলিয়াছি ভাই মুসাফির পথচারী, দুধারে দুকূল দুঃখ-সুখের–মাঝে আমি স্রোত-বারি! আপনার বেগে আপনি ছুটেছি জন্ম-শিখর হতে বিরাম-বিহীন রাত্রি ও দিন পথ হতে আন্‌পথে। নিজ বাস হল চির-পরবাস, জন্মের ক্ষণপরে বাহিরিনু পথে গিরি-পর্বতে–ফিরি নাইContinue Reading

চক্রবাক

মিলন-মোহনায়

হায় হাবা মেয়ে, সব ভুলে গেলি দয়িতের কাছে এসে! এত অভিমান এত ক্রন্দন সব গেল জলে ভেসে! কূলে কূলে এত ভুলে ফুলে কাঁদা আছড়ি-পিছাড়ি তোর, সব ভুলে গেলি যেই বুকে তোরে টেনে নিল মনোচোর! সিন্ধুরContinue Reading

চক্রবাক

গানের আড়াল

তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান– এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান? অন্তর-তলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয়? হয়ত কেবলই গাহিয়াছি গান, হয়ত কহিনি কথা, গানেরContinue Reading

চক্রবাক

ভীরু

১ আমি জানি তুমি কেন চাহ না কো ফিরে। গৃহকোণ ছাড়ি আসিয়াছ আজ দেবতার মন্দিরে। পুতুল লইয়া কাটিয়াছে বেলা আপনারে লয়ে শুধু হেলা-ফেলা, জানিতে না, আছে হৃদয়ের খেলা আকুল নয়ন-নীরে, এত বড় দায় নয়নে নয়নেContinue Reading

চক্রবাক

এ মোর অহঙ্কার

নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন, এ মোর অহঙ্কার! এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখল প্রিয়া, তাদের কাছে তুমি তুমিই। আমার স্বপনে তুমি নিখিল রূপের রাণী মানস-আসনে!– সবাইContinue Reading

চক্রবাক

তুমি মোরে ভুলিয়াছ

তুমি মোরে ভুলিয়াছ তাই সত্য হোক! – সেদিন যে জ্বলেছিল দীপালি-আলোক তোমার দেউল জুড়ি – ভুল তাহা ভুল! সেদিন ফুটিয়াছিল ভুল করে ফুল তোমার অঙ্গনে প্রিয়! সেদিন সন্ধ্যায় ভুলে পেরেছিলে ফুল নোটন-খোঁপায়!    ভুল করেContinue Reading

চক্রবাক

হিংসাতুর

হিংসাই শুধু দেখেছ এ চোখে? দেখ নাই আর কিছু? সম্মুখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলে না পিছু! সম্মুখ হতে আঘাত হানিয়া চলে গেল যে-পথিক তার আঘাতেরই ব্যথা বুকে ধরে জাগ আজও অনিমিখ? তুমি বুঝিলে না,Continue Reading

চক্রবাক

বর্ষা-বিদায়

  ওগো বাদলের পরি! যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরি! ওগো ও ক্ষণিকা, পুব-অভিসার ফুরাল কি আজি তব? পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব?    তোমার কপোল-পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া-রেণু, তোমারেContinue Reading

চক্রবাক

সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে

দেখা দিলে রাঙা মৃত্যুর রূপে এতদিনের কি গো রাণী? মিলন-গোধূলি-লগনে শুনালে চির-বিদায়ের বাণী। যে ধূলিতে ফুল ঝরায় পবন রচিলে সেথায় বাসর-শয়ন, বারেক কপোলে রাখিয়া কপোল, ললাটে কাঁকন হানি, দিলে মোর পরে সকরুণ করে কৃষ্ণ কাফনContinue Reading

চক্রবাক

অপরাধ শুধু মনে থাক

মোর অপরাধ শুধু মনে থাক! আমি হাসি, তার আগুনে আমারি অন্তর হোক পুড়ে খাক! অপরাধ শুধু মনে থাক! নিশীথের মোর অশ্রুর রেখা প্রভাতে কপোলে যদি যায় দেখা, তুমি পড়িও না সে গোপন লেখা গোপনে সেContinue Reading

চক্রবাক

আড়াল

আমি কি আড়াল করিয়া রেখেছি তব বন্ধুর মুখ? না জানিয়া আমি না জানি কতই দিয়াছি তোমায় দুখ। তোমার কাননে দখিনা পবন এনেছিল ফুল পূজা-আয়োজন, আমি এনু ঝড় বিধাতার ভুল–ভণ্ডুল করি সব, আমার অশ্রু-মেঘে ভেসে গেলContinue Reading