গান।
“আকাশের কোলে অই
—নব জলধর,—
কেমন নয়ন ভরা
রূপ মনোহর,—
তোরা যাবি ওর কাছে?
যাবি যদি আয়,—
আঁকা বাঁকা দেহখানি
অই দেখা যায়;
কাছে গেলে জলধর
দিলে জল ধার,
তৃষিত তাপিত হিয়া
জুড়াবে সবার;
কত রামধনু সবে
দিবে হাতে হাতে,
তোরা যাবি যদি আয়,
আমাদের সাথে;
আকাশের কোলে অই
নব জলধর,—
কেমন নয়ন ভরা
রূপ মনোহর;—”
গাহিতে গাহিতে তারা
টোকা বাঁধে শিরে,
বেণু বাড়ী হাতে লয়ে
কটি বাঁধে ধীরে।
হললা বলিয়া সবে
সবুজে ঝাঁপিল,
নব জলধর পানে
দৌড়িতে লাগিল;
আকাশের কোলে
সেই নব-জলধর,
আঁকা বাঁকা দেহখানি
রূপ মনোহর।
মাঝ মাঠে গিয়া হাঁপ
ছাড়িল রাখাল,
আশে পাশে ছিল গোরু,
করিল সামাল;
তাড়াইয়া গাভীগণ
চলিল সকলে,
দাঁড়াইল গিয়া সবে
পাহাড়ির তলে;
কত রামধনু সেথা
খেলে ফুয়ারায়,
শৈল খাদে পড়ি জল,
উপচিয়া যায়;
তৃষাতুর কাল গাভী,
ধবল বাছুর,
পিয়ায়ে শীতল জল,
ধুয়ে দিল খুর;
পাহাড়ির ঢালু গায়ে
চরে গাভী পাল;
ছাতিমের ছায়া দেখি
বসিল রাখাল।