» » গোচারণের মাঠ

বর্ণাকার
🕮

গান।

“ওরে আকাশের পাখী—

কেন চাস্ জল?

আশে পাশে জলধর (তোর)

করে ঢল ঢল;

শুনিয়াছি তুই নব—

ঘন বারি বিনা।

আর কোন বারি তুই

পান করিবি না;

তবে কেন বার বার

চাস্ তুই জল?

হিয়াতে বাজে রে, হই

পরাণে বিকল;

মরা মানুষের কথা

মনে পড়ে পাখী,

বিঁধ না হৃদয়ে আর

বার বার ডাকি;

তোর কি জলের দুখ

ও ফটীক জল!

আশে পাশে জলধর

(তোর) করে ঢল ঢল।”

পাহাড়ির ঢালু গায়ে

চরে গাভী পাল;

ভাগাভাগি দুই দল

হইল রাখাল।

একদল কাছে থাকি,

দেখিবে গোধন,

পাহাড়ে বেড়াতে চলে

আর কয় জন।

হাতেতে মারিয়া তালি

দৌড়িল উধাও,

আঁকা বাঁকা পথ ধরি

করেছে চড়াও;

ছোট ছোট ঝোপ গুলি

ডিঙি ডিঙি যায়,

চোখ বুজি শশ-শিশু

ঝোপেতে লুকায়;

দৌড়িতে দৌড়িতে পদ

অবশ হইল,

সমুখের গোপ যুবা

হঠাৎ থামিল;

একে একে সবে আসি

দাঁড়ায় তখন,

ফিরিয়া দেখিল হোথা

চরিছে গোধন;

ছাতিম ছায়ায় আছে

কয় জন বসি,

ঝরণার ধারে তাছে—

‘হলা’, ‘রাকা’ ‘শশী’;

‘হলারে’ বলিয়া ডাক

ছাড়িল যুগল,

চাহিয়া দেখিল হেথা

রাখালের দল।