জয়নালসম মোরা সবাই

শুইয়া বিমারি খিমার মাঝ,

আপশোশ করি কাঁদি শুধু,

দুশমন করে লুটতরাজ!

আব্বাস-সম তুমি হে বীর

গেন্ডুয়া খেলি অরি-শিরে

পঁহুছিলে একা ফোরাত-তীর,

ভরিলে মশক প্রাণ-নীরে।

তুমি এলে, সাথে এল না দস্ত্,

করিল শত্রু বাজু শহিদ,

তব হাত হতে আব-হায়াত

লুটে নিল ইউরোপ-এজিদ।

কাঁদিতেছি মোরা তাই শুধুই

দুর্ভাগ্যের তীরে বসি,

আকাশে মোদের ওঠে কেবল

মোহররমের লাল শশী!

এরই মাঝে কভু হেরি স্বপন –

ওই বুঝি আসে খুশির ঈদ,

শহীদ হতে তো পারি না কেউ–

দেখি কে কোথায় হল শহীদ।

ক্ষমিয়ো বন্ধু, তব জাতের

অক্ষমতার এ অপরাধ,

তোমারে দেখিয়া হাঁকি সালাত ,

ওগো মগ্‌রেবী ঈদের চাঁদ!

এ গ্লানি লজ্জা পরাজয়ের

নহে বীর, নহে তব তরে!

তিলে তিলে মরে ভীরু য়ুরোপ

তব সাথে তব কারা-ঘরে।

বন্দি আজিকে নহ তুমি,

বন্দি – দেশের অবিশ্বাস!

আসিছে ভাঙিয়া কারা-দুয়ার

সর্বগ্রাসীর সর্বনাশ!