সন্ধ্যা (কাব্য)
‘সন্ধ্যা’ ১৩৩৬ বঙ্গাব্দের ভাদ্র মুতাবিক ১৯২৯ সালের আগস্টে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশক শ্রীগোপাল দাস মজুমদার; ডি. এম. লাইব্রেরি, ৬১ কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা। প্রবাসী প্রেস, ৯১ আপার সার্কুলার রোড, কলিকাতা হতে সজনীকান্ত দাস কর্তৃক মুদ্রিত। পৃষ্ঠা সংখ্যা ২ + ৫৮; মূল্য ১৷৹ (পাঁচ সিকা)।
‘সন্ধ্যা’ কবিতাটি ১৩৩৫ আষাঢ়ের, ‘তরুণ তাপস’ ১৩৩৬ শ্রাবণের এবং ‘আমি গাই তারি গান’ ১৩৩৫ আশ্বিন-কার্তিকের ‘ছাত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।
‘ভোরের পাখী’ ১৩৩৫ পৌষের ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয়, রচনার স্থান ও তারিখ— ‘হরগাছা, রংপুর; ১২ অগ্রহায়ণ, ১৩৩৫।’
‘জাগরণ’ সাপ্তাহিক ‘জাগরণ’ পত্রিকায় এবং ‘তরুণের গান’ ১৩৩৫ শ্রাবণের মোয়াজ্জিনে প্রকাশিত হয়।
‘চল্ চল্ চল্’ ঢাকা মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র দ্বিতীয় বার্ষিক (১৩৩৫) ‘শিখা’য় ‘নতুনের গান’ শিরোনামে প্রকাশিত হয়। পাদটীকায় মুদ্রিত আছে— ‘দ্বিতীয় বার্ষিক অধিবেশনের উদ্বোধন-সঙ্গীত।’ ১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উক্ত অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ১৩৩৫ ফাল্গুনের সওগাতে ‘নতুনের গান’ পুনর্মুদ্রিত হয়; এর পাদটীকায় মুদ্রিত আছে— ‘নিখিল-বঙ্গ মুসলিম যুবক সম্মিলনীতে এই গানটি গীত হইয়াছিল।’ শিখায় ও সওগাতে প্রকাশিত গানটিতে ১১শ ও ১২শ এবং ১৭শ ও ১৮শ চরণগুলি নিম্নরূপ—
তাজা-ব-তাজার গাহিয়া গান
সজীব করিব গোরস্থান
* * *
নয়া জমানার মিনারে মিনারে
নব-উষার আজান।
‘ভোরের সানাই’ ১৩৩৫ অগ্রহায়ণের ‘সওগাতে’ প্রকাশিত হয়, এর পাদটীকায় মুদ্রিত আছে— ‘নিখিল-বঙ্গ মুসলিম যুবক-সম্মিলনের উদ্বোধন-সঙ্গীত।’
‘যৌবন-জল-তরঙ্গ’ ১৩৩৫ কার্তিকের ও ‘রীফ-সর্দার’ ১৩৩৫ আশ্বিনের ‘সওগাতে’ প্রকাশিত হয়।
‘বাংলার আজীজ’ (চট্টগ্রামের পরলোকগত স্কুল-ইন্স্পেক্টার খান বাহাদুর আবদুল আজীজ বি.এ. সাহেবের স্মরণে রচিত) ১৩৩৪ কার্তিকের মাসিক ‘মোহাম্মদী’তে ও ‘সুরের দুলাল’ (দিলীপকুমার রায়ের ইউরোপ হতে স্বদেশে প্রত্যাগমন-উপলক্ষে রচিত) ১৩৩৪ মাঘের ‘কল্লোলে’ প্রকাশিত হয়।
‘শরৎচন্দ্র’ ১৩৩৪ আশ্বিনের ‘নওরোজে’ প্রকাশিত হয়। পাদটীকায় বলা হয়— ‘স্বনামধন্য ঔপন্যাসিক শ্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের দ্বিপঞ্চাশৎ বর্ষ জন্মোৎসব উপলক্ষে রচিত।’ রচনার স্থান ও তারিখ — ‘কৃষ্ণনগর, ২৯ ভাদ্র ১৩৩৪।’ শরৎচন্দ্রের মৃত্যুর (১৬ই জানুয়ারি ১৯৩৮ মুতাবিক ২রা মাঘ ১৩৪৪, রবিবার) পর কবিতাটি ১৩৪৪ মাঘের ‘বুলবুলে’ পুনর্মুদ্রিত হয়।
উৎসর্গ
মাদারিপুর ‘শান্তি-সেনা’র
কর-শতদলে
ও
বীর সেনানায়কের
শ্রীচরণাম্বুজে