বলিলে, ‘স্বদেশ! রীফ-শরিফ!’

পরানের চেয়ে প্রিয় আমার!

তুমি চেয়েছিলে মা আমায়,

সন্তান তব চাহে না আর!

‘মাগো তোরে আমি ভালোবাসি,

ভালোবাসি মা তারও চেয়ে–

মোর চেয়ে প্রিয় রীফ-বাসী

তোর এ পাহাড়ি ছেলেমেয়ে!

‘মাগো আজ তারা বোঝে যদি,

করিতেছি ক্ষতি আমি তাদের,

আমি চলিলাম, দেখিস তুই,

তারা যেন হয় আজাদ ফের!’

দেশবাসী-তরে, মহাপ্রেমিক,

আপনারে বলি দেলে তুমি,

ধন্য হইল বেড়ি-শিকল

তোমার দস্ত্-পদ চুমি!

আজিকে তোমায় বুকে ধরি

ধন্য হইল সাগর-দ্বীপ,

ধন্য হইল কারা-প্রাচীর,

ধন্য হইনু বদ-নসিব।

কাঠ-মোল্লার মউলবির

যুজদানে ইসলাম কয়েদ,

আজও ইসলাম আছে বেঁচে

তোমাদেরই বরে, মোজাদ্দেদ!

বদ-কিসমত শুধু রীফের

নহে বীর, ইসলাম-জাহান

তোমারে স্মরিয়া কাঁদিছে আজ,

নিখিল গাহিছে তোমার গান।

হে শাহানশাহ্ বন্দিদের!

লাঞ্ছিত যুগে যুগাবতার!

তোমার পুণ্যে তীর্থ আজ

হল গো কারার অন্ধকার!

তোমার পুণ্যে ধন্য আজ

মরু-আফ্রিকা মূর-আরব,

ধন্য হইল মুসলমান,

অধীন বিশ্ব করে স্তব।

জানি না আজিকে কোথা তুমি

নয়ি দুনিয়ার মুসা তারিক !

আছে ‘দীন’, নাই সিপা-সালার ,

আছে শাহি তখ্‌ত্, নাই মালিক।

মোরা যে ভুলেছি, ভুলিয়ো বীর,

নাই স্মরণের সে অধিকার,

কাঁদিছে কাফেলা কারবালায়,

কে গাহিবে গান বন্দনার!

আজিকে জীবন-‘ফোরাত’-তীর

এজিদের সেনা ঘিরিয়া ওই,

শিরে দুর্দিন-রবি প্রখর,

পদতলে বালু ফোটায় খই।