শুধু বীর নহ, তুমি মানুষ,

শাহি তখ্‌ত্ ছিল গিরি-পাষাণ,

রণভূমে ছিলে রণোন্মাদ,

দেশে ছিলে দোস্ত্ মেহেরবান।

রীফেতে যেদিন সভ্য ভূত

নাচিতে লাগিল তাথই থই,

আশমান হতে রীফ-বাসীর

শিরে ছড়াইল আগুন-খই,

কচি বাচ্চারে নারীদেরে

মারিল বক্ষে বিঁধে সঙিন,

যুদ্ধে আহত বন্দিরে

খুন করে যার হাত রঙিন,

হয়েছে বন্দি তাহারা যখন–

(ওদের ভাষায়–হে ‘বর্বর’।)

করিয়াছ ক্ষমা তাহাদেরে,

তাহাদের করে রেখেছ কর।

ওগো বীর! বীর বন্দিদের,

করনিকো তুমি অসম্মান,

তাদের নারী ও শিশুদেরে

দিয়েছ ফিরায়ে–হয়নি প্রাণ।

তুমি সভ্যতা-গর্বীদের

মিটাওনি শুধু যুদ্ধ-সাধ,

তাদেরে শিখালে মানবতা,

বীরও সে মানুষ, নহে নিষাদ।

বীরেরে আমরা করি সালাম,

শ্রদ্ধায় চুমি দস্ত্ দারাজ,

তোমারে স্মরিয়া কেন যেন

কেবলই অশ্রু ঝরিছে আজ।

তব পতনের কথা করুণ

পড়িতেছে মনে একে একে,

তব মহত্ত্ব তুমি নিজে

মানুষের বুকে গেলে লেখে।

মাসতুতো ভাই চোরে চোরে–

ফ্রান্স স্পেন করি আঁতাত

হয়ে লাঞ্ছিত বারংবার

হায়ওয়ান সাথে মিলাল হাত।

শয়তানি ছল ফেরেব-বাজ

ভুলাল দেশদ্রোহীর মন,

অর্থ তাদের করিল জয়

অস্ত্রে যাহারা জিনিল রণ।

স্বদেশবাসীরে কহো ডাকে

অশ্রু-সিক্ত নয়নে, হায়–

‘ভাঙে নাই বাহু, ভেঙেছে মন,

বিদায় বন্ধু, চির-বিদায়!’