মিশরীয় সংবাদপত্র ‘আল উসবু’ ইহুদী নাসারাদের গোপন দলিল সমূহের উদ্ধৃতিতে ফোরকানুল হক লেখার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছে, আমি সংক্ষিপ্তাকারে সেই বিষয়ে আলোকপাত করছি—

  1. মুসলমানদেরকে এ বিশ্বাস করানো যে কোরআন মাজীদ আসমানী কিতাব নয় বরং মানব রচিত গ্রন্থ।
  2. পৃথিবীর বিভিন্ন জাতিসমূহকে একথা বিশ্বাস করানো যে, কোরআন মাজীদ নীতিবাচক দৃষ্টিসম্পন্ন একটি গ্রন্থ যা মানব সংরক্ষণ এবং নিরাপত্তার বিরোধী। আর ফোরকানুল হক ইতিবাচক দৃষ্টি সম্পন্ন একটি গ্রন্থ যেখানে মানবাধিকার, নারীর অধিকার গণতন্ত্রকে সুস্পষ্ট করা হয়েছে।
  3. পৃথিবীর বিভিন্ন জাতিসমূহকে একথা বিশ্বাস করানো যে ফোরকানুল হক ভালবাসা, ভাতৃত্ব এবং নিরাপত্বার ধারক বাহক।
  4. পৃথিবীতে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়াকে প্রতিরোধ করা।
  5. ইহুদী নাসারাদের সম্মিলিত সংস্কৃতিকে সমগ্র বিশ্বে বিজয়ী করা।

এ হল ঐ সমস্ত নিকৃষ্ট উদ্দেশ্য যে উদ্দেশ্য ‘ফোরকানুল হক’ লিখা হয়েছে, এ সমস্ত উদ্দেশ্য হাসিলের জন্য গোপন দলীলসমূহে দেয়া বিষয়গুলো নিম্নরূপ—

  1. প্রথমে ফোরকানুল হক ইউরোপ এবং ইসরাঈলে বণ্টন করা হবে এরপর আস্তে আস্তে অন্যান্য দেশসমূহে বণ্টন করা হবে।[১]
  2. জন্মসূত্রে মুসলমানদেরেকে বাধ্য করা হবে তারা যেন কোরআন মাজীদ পরিত্যাগ করে ফোরকানুল হককে দৃঢ়ভাবে গ্রহণ করে, আর যারা তা গ্রহণ করতে না চাইবে তাদের উপর যুলম ও নির্যাতনের সমস্ত পন্থা অবলম্বন করা হবে।
  3. তিন চার বছর পর ইউরোপ, অ্যামেরিকা এবং ইসরাঈলের সেনারা মুসলিম দেশসমূহকে আবরোধ করবে যাতে করে মুসলিম দেশসমূহ ফোরকানুল হকের উপর আমল করতে বাধ্য হয়।
  4. আগামী বিশ বছরে পৃথিবীকে ইসলাম মুক্ত করা হবে, যাতে করে একজন মুসলমান ও এমন না থাকে যার চিন্তা চেতনায় ইসলাম থাকবে।[২]

لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشۡدُ مِنَ ٱلۡغَيِّۚ فَمَن يَكۡفُرۡ بِٱلطَّٰغُوتِ وَيُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ٢٥٦

অর্থ— ‘আল্লাহ্ই হচ্ছেন মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, আর যারা অবিশ্বাস করেছে শয়তান তাদের পৃষ্ঠপোষক, সে তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে যায়।’ (সূরা আল-বাক্বারা-২৫৬)

সূত্রনির্দেশ ও টীকা

  1. কুয়েত ভিত্তিক সাহায্যকারী সংস্থা — ‘এহইয়াউত তুরাসে’র রিপোর্ট অনুযায়ী কুয়েতের ইংলিশ মেডিয়াম স্কুলসমূহ এবং ইউনিভার্সিটিসমূহে ছাত্রদের মাঝে ফোরকানুল হক উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। — হাফতা রোযা সহিফা আহলে হাদীস, ২৮ জানুয়ারী ২০০৫।
  2. মিশরীয় পত্রিকা আল উসবুর রিপোর্টের বিস্তারিত করাচীর প্রসিদ্ধ সাপ্তাহিকী আহলে হাদীসে ১২-১৮ জানুয়ারী ২০০৫ খৃষ্টাব্দ থেকে সংগ্রহ করা হয়েছে।