৮
মান্দ–কাহারবা
কেউ
ভোলে না কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি।
কেউ
দুখ লয়ে কাঁদে,
কেউ ভুলিতে গায় গীতি॥
কেউ
শীতল জলদে
হেরে অশনির জ্বালা,
কেউ
মঞ্জুরিয়া তোলে
তার শুষ্ক কুঞ্জ-বীথি॥
হেরে
কমল-মৃণালে
কেউ কাঁটা কেহ কমল।
কেউ
ফুল দলি চলে
কেউ মালা গাঁথে নিতি॥
কেউ
জ্বালে না আর আলো
তার চির-দুখের রাতে,
কেউ
দ্বার খুলি জাগে
চায় নব চাঁদের তিথি॥