» » কাঁদিতে এসেছি আপনারে লয়ে

জয়জয়ন্তী–একতালা

কাঁদিতে এসেছি
আপনারে লয়ে
কাঁদাতে আসিনি
হে প্রিয় তোমারে।
এ মম আঁখি-জল
আমারি নয়নের
ঝরিবে না এ জল
তোমার দুয়ারে॥
ভাল যদি বাসি
একাকী বাসিব,
বিরহ-পাথারে
একাকী ভাসিব।
কভু যদি ভুলে
আসি তব কূলে,
চমকি চলিয়া
যাব দূর-পারে॥
কাঁটার বনে মোর
ক্ষণিকের তরে
ফুটেছ রাঙা ফুল
শুধু লীলাভরে।
মালা হয়ে কবে
দুলিবে গলে কার
জাগিব একাকী
লয়ে স্মৃতি কাঁটার।
কেহ জানিবে না
শুকাল কে কোথা,
কার ফুলে কারে
সাজালে দেবতা।
নিশীথ-অশ্রু মোর
যাইবে শুকায়ে
তব সুখ-দিনে
হাসির মাঝারে॥