» » কে তুমি দূরের সাথী

বর্ণাকার

পুরবী–একতালা

কে তুমি দূরের সাথী

এলে ফুল ঝরার বেলায়।

বিদায়ের বংশী বাজে

ভাঙা মোর প্রাণের মেলায়॥

গোধূলির মায়ায় ভুলে

এলে হায় সন্ধ্যা-কূলে,

দীপহীন মোর দেউলে

এলে কোন্ আলোর খেলায়॥

সেদিনও প্রভাতে মোর

বেজেছে আশাবরি,

পুরবীর কান্না শুনি

আজি মোর শূন্য ভরি।

অবেলায় কুঞ্জবীথি

এলে মোর শেষ অতিথি,

ঝরা ফুল শেষের গীতি

দিনু দান তোমার গলায়॥