১৫
(শুদ্ধ) সারং–একতালা
মন কেন উদাসে।
(এই) ফাগুন-বাতাসে॥
যাহারে না পাইনু কভু এ জীবনে,
সে কেন গো কাঁদাতে আসে নিতি স্মরণে।
কুসুমের গন্ধে গো
তারই সুবাস ভাসে॥
কেন এ সমীরে
সে
আসে ফিরে ফিরে,
নয়ন-নদীতীরে
কেন জল উছাসে॥
১৫
(শুদ্ধ) সারং–একতালা
© All Right Reserved by Eduliture ২০২৪