বর্ণাকার
১৭
ভাটিয়ালি–কার্ফা
তোমায় কূলে তুলে বন্ধু
আমি নামলাম জলে।
আমি
কাঁটা হয়ে রই নাই বন্ধু
তোমার পথের তলে॥
আমি
তোমায় ফুল দিয়েছি কন্যা
তোমার বন্ধুর লাগি
যদি
আমার শ্বাসে শুকায় সে ফুল
তাই হলাম বিবাগি।
তুমি
বুকের তলায় আছ আমার গো
পরে শুকাইনি কো গলে॥
যে দেশ তোমার ঘর রে বন্ধু
সে দেশ হতে এসে
আমার
দুখের তরি দিছি ছেড়ে
চলতেছে সে ভেসে,
এখন
যে পথে নাই তুমি বন্ধু গো
তরী সেই পথে মোর চলে॥