১৪
খাম্বাজ-দেশ–দাদরা
এত কথা কি গো কহিতে জানে
চঞ্চল ওই আঁখি।
নীরব ভাষায় কী যে কহে যায়
মনের বনের পাখি–
চঞ্চল ওই আঁখি॥
মুদিত কমলে ভ্রমরেরই প্রায়
বন্দি হইয়া কাঁদিয়া বেড়ায়,
চাহিয়া চাহিয়া মিনতি জানায়
সুনীল আকাশে ডাকি–
চঞ্চল ওই আঁখি॥
বুঝিতে পারি না ও আঁখির ভাষা
জলে ডুবে তবু মিটে না পিয়াসা,
আদর সোহাগ প্রেম ভালোবাসা
অভিমান মাখামাখি॥
মানস-সায়রে মরালেরই প্রায়
গহন সলিলে ভেসে ভেসে চায়।
আমার হিয়ার নিভৃত ব্যথায়
সাধ যায় ধরে রাখি।
চঞ্চল ওই আঁখি॥