বর্ণাকার
১৯
ভাটিয়ালি–কাহারবা
ওরে মাঝি ভাই।
তুই
কী দুখ পেয়ে কূল হারালি
অকূল দরিয়ায়॥
তোর
ঘরের রশি ছিঁড়ে রে গেল–
ঘাটের কড়ি নাই,
তুই
মাঝদরিয়ায় ভেসে চলিস
ভাসিয়ে তরি তাই।
ও ভাই
দরিয়ায় আসে জোয়ার-ভাটি রে
তোর ওই চক্ষের পানি চাই॥
তোর
চোখের জল ভাই ছাপাতে চাস
নদীর জলে এসে,
শেষে
নদীই এল চক্ষে রে তোর
তুই চলিলি ভেসে।
তুই
কলস দেখে নামলি জলে রে
এখন ডুবে দেখিস কলস নাই॥
তুই
কূলে যাহার কূল না পেলি,
তারে অগাধ জলে
মিছে
খুঁজে মরিস ওরে পাগল
তরী বাওয়ার ছলে।
ও ভাই
দু-ধারে এর চোরা বালু রে
তোর হেথায় মনের মানুষ নাই॥