বর্ণাকার

গান[১]

যেমন ক’রে তপন টানে জল

তেমনি ক’রে তোমায় অবিরল

টানছি দিনে দিনে

তুমি লও গো আমায় চিনে

শুধু ঘোচাও তোমার ছল॥

জানি আমি তোমায় বলা বৃথা

তুমি আমার আমি তোমার মিতা,

রুদ্ধ দুয়ার খুলে

তুমি আসবে নাকো ভুলে

থামবে নাকো আমার চলাচল॥

সূত্রনির্দেশ ও টীকা

  1. এই গানটি শ্রীবিমল ভট্টাচার্য তাঁর স্মৃতি থেকে উদ্ধার করে দিয়েছেন। গানটি গীতিগুচ্ছের গানগুলির সমকালীন বলে মনে হয়।