» » আজিকার দিন কেটে যায়

বর্ণাকার

আজিকার দিন কেটে যায়

আজিকার দিন কেটে যায়,—

অনলস মধ্যাহ্ন বেলায়

যাহায় অক্ষয় মূর্তি পেয়েছিনু খুঁজে

তারি পানে আছি চক্ষু বুজে।

আমি সেই ধনুর্ধর যার শরাসনে

অস্ত্র নাই, দীপ্তি মনে মনে,

দিগন্তের স্তিমিত আলোকে

পূজা চলে অনিত্যের বহ্নিময় স্রোতে।

চলমান নির্বিরোধ ডাক,

আজিকে অন্তর হতে চিরমুক্তি পাক।

কঠিন প্রস্তরমূর্তি ভেঙে যাবে যবে

সেই দিন আমাদের অস্ত্র তার কোষমুক্ত হবে

সুতরাং রুদ্ধতায় আজিকার দিন

হোক মুক্তিহীন।

প্রথম বাঁশির স্ফুর্তি গুপ্ত উৎস হতে

জীবন-সিন্ধুর বুকে আন্তরিক পোতে

আজিও পায় নি পথ তাই

আমার রুদ্রের পূজা নগণ্য প্রথাই

তবুও আগত দিন ব্যগ্র হয়ে বারংবার চায়

আজিকার দিন কেটে যায়॥

সূত্রনির্দেশ ও টীকা

  1. এই কবিতাটিও ভূপেন্দ্রনাথের ‘সুকান্ত-প্রসঙ্গ’ প্রবন্ধ থেকে সংগৃহীত। পাণ্ডুলিপি পাওয়া যায়নি, এটি ১৯৪০-এর আগের রচনা।